সোনার চামচ মুখে জন্ম, “গডফাদার করণের দয়ায় কাজ পায়!”, হিংসায় আলিয়াকে নিয়ে বিস্ফোরক ঐশর্য

অহেলিকা দও, কলকাতা : বলিউড ( Bollywood ) জগতে স্টারকিড বলা হয় আলিয়া ভাটকেই ( Alia bhatt )। করন জোহর ( Karan Johar ) পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরেই বলিউডে ( Bollywood ) পা রেখেছিলেন তিনি। কিন্তু তারপরে সাফল‍্য পেয়েছেন নিজের যোগ‍্যতাতেই। অত‍্যন্ত কম সময়ে নিজেকে ইন্ডাস্ট্রির প্রথম সারিতে এনে বসিয়েছেন তিনি। তবে ঐশ্বর্য রাই বচ্চন ( Aishwarya Rai Bachchan ) তার সাফল্যের পেছনের আসল রহস্য তুলে ধরেছেন। বলা যেতে পারে তিনি আলিয়ার নামে কুরুচিকর বক্তব্যে বিষ্ফোরণ ঘটিয়েছেন বলিউডে।

শেষবার ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ‘ফ‍্যানি খান’ ছবিতে। তখনি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়ার ( Bollywood ) কথা তোলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনি মন্তব‍্য করেছিলেন, সুযোগ এসে আলিয়ার হাতের কাছেই পড়ে থাকে। একটুও খাটতে হয় না তাঁকে। ‘গডফাদার’ করনের দৌলতেই নাকি আজ এত বাড়বাড়ন্ত আলিয়ার। তিনি কার্যত সবকিছু মুখের সামনে ধরে দিয়েছেন অভিনেত্রীকে। একথা আলিয়াকে নিজেই বলেছিলেন ঐশ্বর্য। কী প্রতিক্রিয়া হয়েছিল মহেশ ভাট কন‍্যার?

aishwarya rai bachchan

ঐশ্বর্য আরও বলেছিলেন, করন প্রথম থেকেই আলিয়াকে অনেক সাহায‍্য করেছেন। আলিয়া সত‍্যিই ভাগ‍্যবতী, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা একেবারেই কঠিন হয়নি তাঁর কাছে। কারণ আলিয়া জানেন যে, দীর্ঘ সময় পর্যন্ত তাঁর হাতে একের পর এক এক ভাল সুযোগ আসতেই থাকবে। ঐশ্বর্য বলেছিলেন, রীতিমতো আলিয়ার সামনে ধরে দেওয়া হয় সমস্ত সুযোগ সুবিধা। অভিনেত্রীর কথা শুনে নাকি শুধুই হেসেছিলেন আলিয়া ভাট ( Bollywood )।

aishwarya rai bachchan

তবে আলিয়ার হয়ে উত্তরটা দিয়েছিলেন তার ভক্তগণ। ঐশ্বর্যকে সঠিক শিক্ষা দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন যে, করন জোহর অত বোকা নয়। তিনি আলিয়াকে ছবিতে সুযোগ দেন কারণ বিনিময়ে তিনিও ভাল ব‍্যবসা করার সুযোগ পান। আলিয়ার জায়গায় অন‍্য কোনো তারকা সন্তান হলে এত ভালো কেরিয়ার বানানো অসম্ভব হত তাঁর কাছে। আর তাছাড়া ঐশ্বর্য নিজেই যেখানে অভিনয় ছেড়ে দিয়েছেন সেখানে তাঁর এত কথা মানায় না। তাছাড়াও আলিয়া একজন ভালো অভিনেত্রী। তার অসম্ভব অভিনয়ের দক্ষতায় নিজের জায়গা সে নিজেই করে নিয়েছে ( Bollywood )।




Leave a Reply

Back to top button