মাঝে মধ্যেই ডিনারে যেতে দেখাযেত তাঁদের! বিয়ের আগেও সম্পর্কে ছিলেন অভিষেক

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউড প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজ হলেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন এর পুত্র অভিনেতা অভিষেক বচ্চন ( Abhishek Bacchan )। বলউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বাবার মত তিনিও একজন ফ্যামিলি ম্যান। পরিবারের সাথে সময় কাটাতেই পছন্দ করেন। অবসর সময়ে স্ত্রী ঐশ্বরিয়া রাই এবং কন্যা আরাধ্যা বচ্চনের সাথেই সময় কাটান অভিষেক।

২০০৭ সালে অভিনেত্রী এবং মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন। তবে ঐশ্বরিয়াকে বিয়ে করার আগে, ইন্ডাস্ট্রিতে অভিষেকের প্রেমের জীবন অনেক আলোচিত হয়েছিল। সেই সময় বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে অভিষেক বচ্চনের নাম জড়িয়ে ছিল ( Abhishek Bacchan love life )। শুধু প্রেমের সম্পর্কই নয় বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে গাঁটছড়াও বাঁধতে চেয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু কোনো একটি কারণে সম্পর্ক ভেঙে যায় তাঁদের। জানেন কে সেই অভিনেত্রী?

img 20220618 121857

বলিউড দুনিয়ায় একটা বিশাল বড় নাম, এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সকলেই যাকে চেনেন তাঁর অভিনয়ের জন্য। একসময় বলিউডের অভিনেতা গোবিন্দর সঙ্গে তাঁর জুটি ছিল অত্যন্ত প্রশংসনিয়। তিনি হলেন করিশমা কাপুর। এক সময় তাঁর নাম জড়িয়ে ছিল অভিষেক বচ্চনের সাথে ( Karishma Kapoor and Abhishek Bacchan )। অভিষেক বচ্চন এবং কারিশমা কাপুর একে অপরের প্রেমে পড়েছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলচনাও শোনা গেছিল তাঁদের সম্পর্ক নিয়ে।

img 20220618 121055

আজও অভিষেক বচ্চনের ফিল্ম কেরিয়ারের চেয়েও বেশি আলোচিত বিষয় তাঁর ও অভিনেত্রী করিশমা কাপুরের প্রেমের গল্প ( Karishma Kapoor and Abhishek Bacchan )। তাঁদের পরিবারের সদস্যরাও চেয়েছিলেন তাঁদের বিয়ে করাতে। জানা যায়, নাকি অমিতাভ বচ্চনের ৬০ তম জন্ম দিনে তারা দুজনে আংটি বদল সেরে নিয়েছিলেন। কিন্তু, তারপরে এমন কি হল যার জন্য আলাদা হয়ে যান তাঁরা দুজনেই?

img 20220618 121202

একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় কারিশমা এবং অভিষেকের পরিবারের মধ্যে কিছু বিবাদ ছিল ( Karishma Kapoor and Abhishek Bacchan )। আসলে করিশমা কাপুর বিয়ের পরে সিনেমায় কাজ করতে চেয়েছিলেন কিন্তু জয়া বচ্চন এটা একদমই চাননি। অন্যদিকে করিশমা কাপুরের মা ববিতা চাইতেন যেন অমিতাভ বচ্চন বিয়ের আগে অভিষেকের নামে তাঁর কিছু সম্পত্তি লিখিয়ে দেন। কিন্তু অমিতাভ এটা কখনোই করতে রাজি হননি। এই কারণেই তাদের দুজনের বিয়ে ভেঙে যায় এবং তারা দুজনে আলাদা হয়ে যান।




Leave a Reply

Back to top button