কোমরে দড়ি পরে জেলে যাবেন অজয় শাহরুখ! ঘৃণ্য কাজের জেরে আইনি ঝামেলায় দুই সুপারস্টার

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের জগতে এক এবং অনন্য দুনিয়া। দেশ ও বিদেশ জুড়ে এই বিনোদনের অন্যতম দুনিয়ার অগণিত অনুরাগী রয়েছেন। যারা প্রতিনিয়ত বিনোদনের এই ক্ষেত্রকে দিন রাত অনুসরণ করে চলেছেন। আর এই নিয়ে নেট পাড়ায় আলোচনার অন্ত নেই। তবে আলোচনা তো চলবেই, কিন্তু এই আলোচনার মধ্যে বলিউডের জনপ্রিয় তারকারা থাকবেন না সে কখনও হয়। এমনি এক আলোচনার মাধ্যমে খবরের শিরোনামে এলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh khan) এবং অজয় দেবগন (Ajay devgn)।

সম্প্রতি বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতাকে দেখা গিয়েছিল এক তামাক জাত পানমশলা দ্রব্যের বিজ্ঞাপন করতে। প্রথমে বলি অভিনেতা অজয় দেবগন এই বিজ্ঞাপন শুরু করলেও, ধীরে ধীরে এই দলে যোগ দেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। যদিও পরবর্তী সময় এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা শুরু হয়। বিতর্কের মুখে অভিনেতা অক্ষয় এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, শুধু তাই নয়, অভিনেতা তার অনুরাগীদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন।

24c42

আরও পড়ুন ….মেয়েকে মানুষ করতে ৩৬ বছর ধরে বাবা সেজে রইলেন বিধবা মা ! ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব
আরও পড়ুন ….“অভিনেত্রী মানেই পেটে বিদ্যা নেই!”,বস্তাপচা ধারণা ভাঙতে বিস্ফোরক পটলকুমার খ্যাত খলনায়িকা

তবে জানা গিয়েছে, এই বিজ্ঞাপনের সঙ্গে এখনও সম্পর্ক ছিন্ন করেননি বলিউডের বাকি দুই অভিনেতা। আর এই নিয়ে সম্প্রতি শোনা যাচ্ছে, এই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এক জোড়ালো মামলা দায়ের করা হতে চলেছে অজয় ও শাহরুখের বিপরীতে। এর মূলত কারণ একটাই, বলি অভিনেতারা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই বিজ্ঞাপন দিচ্ছেন তারা। যার দরুন রীতিমতো বিপথের দিকে পা বাড়িয়েছেন বর্তমান যুব সমাজ। জানা গিয়েছে, এই মামলা যদি দায়ের করা হয় তবে ভবিষ্যতে জেল হেফাজত পর্যন্ত হতে পারে তাদের।


আরও পড়ুন ….কিডন্যাপ ফুলঝুড়ি! মাথা ফাটল লালনের, ‛পিয়া রে’ ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাসির রোল নেটপাড়ায়

বলিউডের দুনিয়াতে এই দুই জনপ্রিয় অভিনেতাদের প্রচুর নাম ও ক্ষ্যাতি বর্তমান। বলিউডের বাদশাহ শাহরুখ খান তার অভিনয় জীবন শুরু করেছিলেন এক টেলিভিশন ধারাবাহিক থেকে। তাঁরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। অপরদিকে অভিনেতা অজয় দেবগন তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন ‘ফুল ওউর কান্টে’ সিনেমা থেকে। বর্তমানে এই দুই অভিনেতাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু এই ধরনের লজ্জাজনক কাজ রীতিমতো বেদনা হত করেছে তাদের অনুরাগী মহলকেও।




Leave a Reply

Back to top button