বলিপাড়ায় জোড় গুঞ্জন ফিরতে চলেছেন অক্ষয়-রবিনা
এক সময় বলিউড ইন্ড্রাস্ট্রি কাপিয়ে বেরিয়েছেন অক্ষয় এবং রবিনা জুটি। একের পর এক হিট ছবি দিয়েছেন। তাদের সম্পর্ক তো জড়িয়ে পড়ার খবরও ছড়িয়ে যায় চারিদিকে। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি তাদের। তাদের তিক্ততা ছড়ায় চরমে। অবশেষে তারা বড় পর্দায় ফিরতে চলেছেন বলে খবর।

শুভঙ্কর , মুম্বাই: একসময় অক্ষয় ও রবিনার মধ্যে সম্পর্ক ছিল বেশ তিক্ত। সেই নিয়ে অনেক গুঞ্জনও শোনা যায়। কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আবারো সহজ-সরল হয়েছে। আর সেটা বোঝা গেছে সম্প্রীতি এক মঞ্চে তাদেরকে দেখে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য দেখা যাচ্ছে একে অপরের হাত থেকে পুরস্কার নিচ্ছেন। এই ভিডিও দেখে বলিউড জগত বেশ উত্তেজিত। শুধু বলিউড জগতই নয় তার অনুরাগীরাও বেশ উচ্ছ্বাসিত। তার ভক্তদের দাবি, রবীনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারকে আবারও একসঙ্গে পর্দায় ফেরানো হোক। বলিউডের অন্দর সূত্রে খবর, এক সময় নাকি তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। শুধু যে প্রেমের সম্পর্ক ছিল তাই নয়, প্রেমের সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি। কোন এক কারণবশত তাদের সম্পর্ক ভেঙে যায়।
রবিনা ও অক্ষয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অক্ষয় বিয়ে করেন টুইঙ্কল খান্নাকে। আর রবিনা বিয়ে করেন অনিল থাদানিকে। এই যে তাদের আলাদা পথ শুরু তারপর থেকে অনেক বছর কেটে গেছে একসঙ্গে কোনো পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি। হিন্দু টানা কুড়ি বছর পর আবার গুঞ্জন উঠেছে তারা আবার একসঙ্গে হয়ত পর্দায় ফিরছে।
অক্ষয় ও রবিনা, এর আগে দাবা, বারুদ, মহড়া খিলারিয়োঁ কা খিলাড়ি, প্রভৃতির ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। আগামী বছর শীতে মুক্তি পেতে চলেছে নতুন ছবি ওয়েলকাম ৩। আর শোনা যাচ্ছে এই ছবিতেই রবিনা ও অক্ষয় একসঙ্গে থাকতে পারেন। আর এই জল্পনা যদি সত্যি হয় তাহলে কুড়ি বছর পর ফের তারা একসঙ্গে কাজ করবেন।