এবার তাঁকে আর বলা যাবে না ‘কানাডা কুমার’, সুখবর জানালেন অক্ষয়
একসময় পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ায় কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এক বন্ধুর সহয়তায় সেখানকার নাগরিকত্ব পান। অভিনয় ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভাগ্যের চাকা ঘোরে তাঁর। সিনেমা হিট হতে শুরু করে।

শুভঙ্কর, মুম্বাই: এতদিন তিনি কানাডা কুমার নামেই পরিচিত ছিলেন। কিন্তু আজ স্বাধীনতা দিবসের দিন ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার। তিনি পাকা ভাবে পাকাপাকিভাবে ভারতের নাগরিক হয়েছেন। সেই কাগজপত্রই তিনি আজ ভক্তদের সাথে শেয়ার করে নিলেন। এই কাগজপত্র ছবি নেট মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘ আমার নাগরিকত্ব ও মন দুটোই হিন্দুস্তানি।’ গত কয়েক বছরে কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের জন্য তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আর এই সমালোচনা থেকেই তাঁর নাম হয়েছিল কানাডা কুমার। সেই সময় তিনি জানিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই তিনি নাগরিকত্ব পরিবর্তন করবেন। খুব তাড়াতাড়ি তিনি ভারতের পাসপোর্ট হাতে নেবেন। আর আজ স্বাধীনতা দিবসের দিন সেই নাগরিকত্বের প্রমাণই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন।
অক্ষয় কুমার ১৯৯০ দশক থেকে ভারত থেকে বেশ কিছু ছবি করেছিলেন। কিন্তু সেগুলি ফ্লপ হয়। বক্স অফিসে একটানা ১৫টি ছবি ব্যর্থ হয়। সেই সময় কিছু উপায় না পেয়ে বিকল্প পথ হিসেবে তিনি কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। যদিও এই পরামর্শ তাকে তাঁর এক বন্ধু দিয়েছিলেন। আর এর পরেই অক্ষয়ের দুটি সিনেমা হিট হয়ে যায়। এরপরে কুমারের ভাগ্যের চাকা ঘোরে। তারপরে সেই বন্ধুই বলেছিল ভারতে ফিরে আসার কথা। কিন্তু তিনি তখন কাজে এতটাই মগ্ন ছিলেন পাসপোর্ট পরিবর্তন করার কথা ভুলেই গিয়েছিলেন। আজ যখন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তখন তার মনে পড়েছে পাসপোর্ট পরিবর্তনের কথা। আজ তাক-এর ‘সিধি বাত’ অনুষ্ঠানে অক্ষয় কুমার জানান, ‘ আমি আজকে যা হয়েছি তা সবই পেয়েছি ভারত থেকে। আমার কাছে সবকিছু ভারত। তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি কারণ আমি ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু লোকেরা যখন সবকিছু না জেনে মন্তব্য করেন তখন একটু খারাপই লাগে।‘
অক্ষয় বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশ ভালোভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তার অভিনীত সিনেমা ‘ও মাই গড ২’ বেশ রমরমিয়ে চলছে। যা ২০১১ সালে মুক্তি পাওয়া ওএমজির সিক্যুয়েল। ১১ ই আগস্ট এই সিনেমাটি মুক্তি পায়। আর প্রথম দিনেই ১০.২৬ কোটি টাকা আয় হয়। এই সিনেমাতে অক্ষয়ের সাথে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি আর ইয়ামি গৌতম। এখন অক্ষয়ের হাতে অনেকগুলি কাজ রয়েছে। সেগুলি হল জলি এলএলবি ৩, হাউজফুল ৫, হেরা ফেরি ৩ ও বড়ে মিঞা ছোটে মিঞা।