দর্শক মনে ছক্কা হাঁকাচ্ছে ‘মিশন রানিগঞ্জ’! দু দিনে কত কোটির ব্যাবসা করল অক্ষয় কুমারের ছবি?

দুই দিনে কত কোটির আয়ের রেকর্ড গড়ল 'মিশন রানিগঞ্জ'?

পূর্বাশা, হুগলি: প্রথমে টিজার তারপর ট্রেলার দুই ক্ষেত্রেই আগুন ঝরায় ‘মিশন রানিগঞ্জ’। প্রথম থেকেই এই ছবি নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে। গত ৬ অক্টোবর মুক্তি পায় ছবিটি। শুক্র ও শনিবার ডিঙিয়ে মোট ৭.৫০ কোটির ব্যাবসা করে ফেলেছে অক্ষয় কুমারের ছবি। অন্যান্য বলিউড মুভির সঙ্গে টেক্কা না দিলেও এই ছবির বক্স অফিস রেকর্ড নেহাত মন্দ নয়।

Movie,Bollywood,New Movie,Akshay Kumar,Misson Raniganj

পরপর ছয়টি ফ্লপ ছবির পর ফের ‘ওএমজি ২’ নিয়ে ফেরে অক্ষয় কুমার। প্রথম থেকে খানিক বিতর্কও চলে ছবিটি নিয়ে। সেন্সর বোর্ডের কাটা ছেঁড়া, ‘A’ গ্রেড দেওয়া সবটা নিয়েই নানান প্রশ্ন ওঠে সিনেমা টিকে ঘিরে। কিন্তু তা সত্ত্বেও ছবিটি যথেষ্ট সাফল্য পায় দর্শক মহলে। অগাস্টের হিট ব্লকবাস্টারের খাতায় নাম তোলে অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি ২’। তারপর ফের চলতি মাসে নয়া ছবি ‘মিশন রানিগঞ্জ’ নিয়ে পর্দায় ফিরলেন অক্ষয়।

Movie,Bollywood,New Movie,Akshay Kumar,Misson Raniganj

রানিগঞ্জের কয়লাখনির ১৮৯৯ সালে ধ্বস নামার ঘটনাটিকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়েছে। প্রথম দিনে সেভাবে দর্শক সাড়া না মিললেও দ্বিতীয় দিন থেকে এক পা এক পা করে এগোচ্ছে ‘মিশন রানিগঞ্জ’। প্রথম দিনের পর অক্ষয় কুমার বলেন, ‘আমি খুশি যে এমন ছবি করতে পেরেছি যা সমাজে পরিবর্তন আনবে। আমাকে উৎসাহিত করুন আরও এই ধরনের ছবি বানাতে যা আমরা ও আমাদের সন্তানদের দেখাতে পারি।’




Leave a Reply

Back to top button