আবারও দক্ষিণী ছবিতে টক্কর দেবে বলিউড! অক্ষয় কুমারের পৃথ্বীরাজ ছবি নিয়ে চলছে সেরকমই তোড়জোড়

প্রত্যুষা সরকার, কলকাতা: বছরের শুরু থেকে একের পর এক সুপারহিট ছবি দিয়ে বেড়েই চলেছে দক্ষিণী ছবির জনপ্রিয়তা। বলিউডের কোনও ছবিই আস্তে পারছে না তার ধারে কাছে। তবে এবার বলিউডের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে কোমর বেঁধে মাঠে নেমেছে ‘পৃথ্বীরাজ’ ( film prithviraj ) এর সেনা। একসাথে তিন সুপারস্টার অভিনয় করতে চলেছেন এই ছবিতে।

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar), সোনু সুদ (Sonu Sood) থেকে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) তিন সুপারস্টারকেই একসাথে অভিনয় করতে দেখা যাবে ‘পৃথ্বীরাজ’ ( film prithviraj ) ছবিতে। ছবিটি ফুটিয়ে তোলার জন্য যে শুধু অভিনয়ই দরকার তা কিন্তু নয়, অভিনয় ছাড়া ছবির পাশে যারা ছবিটির সাথে জড়িয়ে আছে তাঁদের সকলেরই ভূমিকা রয়েছে ছবিটির সাফল্যের পেছনে।

img 20220517 225517

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক কাহিনীকে তুলে ধরা হয়েছে ছবিতে। যেখানে পৃথ্বীরাজ চৌহানকে (অক্ষয় কুমার) দিল্লির সিংহাসনে অভিষেক করা হয়েছে। ছবিতে পৃথ্বীরাজ ( film prithviraj ) এর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁরই সাথে থাকবেন সোনু সুদ থাকবেন চাঁদ বার্দি ও সঞ্জয় দত্ত থাকবেন কাকা কানহার চরিত্রে। সিংহাসনে অভিষেক থেকে প্রেমকাহিনী। আর এরপর সুলতান মোহাম্মদ ঘোরির দিল্লির ওপর নজর থেকে বিশাল যুদ্ধ সবটাই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে।

img 20220517 225727

পৃথ্বীরাজ এর পুরো চরিত্রটাই তুলে ধরা হচ্ছে এই ছবিতে। তাই সিনেমার চরিত্রের পোশাক নিয়ে কোনো খুঁত একেবারেই মানতে নারাজ পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। সূত্র থেকে জানা যাচ্ছে, ছবির ( film prithviraj ) জন্য নাকি ৫০,০০০ রাজস্থানী পোশাক তৈরী করা হয়েছে। সাথে ৫০০ পাগড়ির ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু কাহিনীটি তৈরি হচ্ছে একটি ঐতিহাসিক কাহিনীকে কেন্দ্র করে, তাই প্রতিটা চরিত্রকে ফুটিয়ে তুলতে পোশাকের গুরুত্ব রয়েছে অনেকটাই।

img 20220517 225624

উল্লেখ্য, প্রাচীন ভারতের শেষ হিন্দুরাজাদের মধ্যে অন্যতম পৃথ্বীরাজ ( film prithviraj ) চৌহান। সেই সময়ের অজমেঢ়ের সম্রাট ছিলেন তিনি, দিল্লি আর আজমের এই দুই এলাকা তিনিই শাসন করতেন। মাত্র ১৩ বছর বয়সেই যুদ্ধে নেমেছিলেন সম্রাট পৃথ্বীরাজ। মোহাম্মদ ঘোরির বিরুদ্ধে তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিলেন তিনি।

আরও পড়ুন –“টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?

ছবিতে সেই বীর সম্রাট পৃথ্বীরাজের ( film prithviraj ) ভূমিকেতেই এবার দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিতে যুদ্ধের পাশাপাশি বেশ কিছু জায়গায় তুলে ধরা হবে সম্রাটের প্রেমকাহিনীকেও। ঘটনা থেকে জানা যায় পৃথ্বীরাজ কনৌজের রাজকন্যা সংযুক্তাকে অপহরণ করে আনেন ও বিয়ে করেন। ছবিতে রাজকন্যা সংযুক্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মানুষী চিল্লারকে। এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন অভিনেত্রী।

আরও পড়ুন – “টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?




Leave a Reply

Back to top button