মুক্তি পেতে চলেছে ‘মিশন রানিগঞ্জ’

ছবির ট্রেলারও ভালোই সাড়া ফেলেছে ইতিমধ্যে। তবে ভালো সাড়া পেলেও চিন্তায় প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা।

শুভঙ্কর, কলকাতা: আজ মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ‘মিশন রানিগঞ্জ’। অধিকাংশ ছবির মতো, এই ছবিতেও একজন দায়িত্বশীল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন খিলাড়ি কুমার। ছবির ট্রেলারও ভালোই সাড়া ফেলেছে ইতিমধ্যে। তবে ভালো সাড়া পেলেও চিন্তায় প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। জানা গিয়েছে, অগ্রিম বুকিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়। ৫০ লক্ষ্য টিকিটও বিক্রি হয়নি।

ছবি সম্বন্ধে জানা গিয়েছে, এটি ভারতবর্ষের একটি সফল উদ্ধার অভিযান ঘিরে। ১৯৮৯ সালের নভেম্বর মাসে রানিগঞ্জে একটি প্লাবিত কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেছিলেন যশবন্ত সিংহ গিল। এর জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ। ছবির ট্রেলার ইতিমধ্যেই মন কেড়েছে দেশবাসীর, তবে বুকিংয়ের অবস্থা একেবারেই নয় ভালো। যা ইতিমধ্যেই চাপে রেখেছে এই ছবির গোটা ‘কাস্ট এন্ড ক্রু’কে। তবে দেখার বিষয়, শেষ অবধি বড় পর্দায় কি খেলা দেখান খিলাড়ি কুমার, ওরফে অক্ষয় কুমার। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সদ্য বিবাহিত আপ সাংসদ রাঘব চাড্ডার স্ত্রী এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া। এছাড়াও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ড্য, বচন পাচেরা, মুকেশ ভট্ট, ওঙ্কার দাস মানিকপুরি, প্রমূখ অভিনেতারা।

Movie,Akshay Kumar,Parineeti Chopra,Bollywood,Mission raniganj

উল্লেখ্য, অক্ষয় কুমারের আগের ছবি ‘ও মাই গড ২’ খুব একটা ভালো ফল করতে পারেনি বক্স অফিসে। শুধু তাই নয় এর আগের ছবিগুলিও খুব একটা প্রভাব ফেলতে পারেনি সিনেমা প্রেমীদের মনে। সুতরাং এই ছবিটির সাফল্য অত্যন্ত প্রয়োজনীয় অক্ষয় কুমারের জন্য। খিলাড়ি কুমারের ফ্যানেরা কামনা করছেন এই ছবির সাফল্যের। তবে শেষ অবধি অক্ষয় কুমার কি পারবে বাজিমাত করতে, এটাই দেখার বিষয়। এছাড়াও আগামী দিনগুলিতে সিনেমা হলগুলিতে কতটা ভিড় পড়বে এই ছবির জন্য সেটাও দেখার বিষয়।




Leave a Reply

Back to top button