Alia Bhatt : স্টুডেন্ট অব দ্য ইয়ার থেকে গাঙ্গুবাই, মাইলস্টোন পার করলেন আলিয়া

রাখী পোদ্দার, কলকাতা : সালটা ছিল ২০১২, মহেশ ভাটের ছোটো কন্যা আলিয়া ভাট ( Alia Bhatt) সবেমাত্র পা রেখেছিলেন বলিউডে। “স্টুডেন্ট অব দ্য ইয়ার” ( Student If The Year) সিনেমার মাধ্যমে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra) ও বরুণ ধবনের ( Varun Dhawan) বিপরীতে শানায়ার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ( Alia Bhatt)। যদিও সেই সময় অনেকেই মনে করেছিলেন এই মেয়ে তেমন কিছু করে উঠতে পারবে না। অবশ্য “স্টুডেন্ট অফ দ্য ইয়ার” ছবিতে আলিয়া তেমন কিছু করার সুযোগ পাননি ঠিকই৷ ছবিতে তাঁর হাতে গোনা কয়েকটি সংলাপ ছিল কেবলমাত্র। তবে তিনি এতে থেমেও থাকেননি। তিনিও ( Alia Bhatt) যে বলিউড ( Bollywood) কাঁপাতে সক্ষম তার প্রমাণ দেন “হাইওয়ে” সিনেমাতেই। এখানে ভীরা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সমাজের কিছু অপব্যবহার ও নোংরামোর বিরুদ্ধে প্রতিবাদ ঘিরেই সিনেমার গল্প এগোয়। ইমতিয়াজের ( Imtiaz Ali) “হাইওয়ে” ( Highway) সিনেমায় নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই, আলিয়া বিভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
নতুন রুপে আলিয়া, প্রকাশ্যে এলো ‘ব্রক্ষ্মাস্ত্রের’ নয়া লুক
“টু স্টেটস” ( 2 states) হোক কিংবা “উড়তা পাঞ্জাব” ( Udta Punjab) সমস্ত সিনেমাতেই অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে “ডিয়ার জিন্দেগী” ( Dear Zindagi) সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাইলস্টোন পার করেছিলেন তিনি। সেখানে মেয়েদের বিভিন্ন ধরনের জটিলতা এবং তাঁদের মানসিক স্বাস্থ্যের বিষয়কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লেখান আলিয়া ( Alia Bhatt)। এরপর ২০২৮ সালে “রাজি” ( Raazi) সিনেমা এর সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি। যেখানেই তার দেশাত্মবোধক প্রতিমূর্তি এবং দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। একজন ভারতীয় গুপ্তচর হিসেবে পাকিস্তানি ( Pakistani) পরিবারে বিয়ে করে যান তিনি। এরপর কিভাবে পাকিস্তানে থেকে দেশের হয়ে লড়াই চালিয়ে যান তার ওপরই তৈরি করা হয় এই ছবির গল্প। এই ছবিটি প্রায় ১০০ কোটি টাকা আয় করে।
ওটিটি দুনিয়ায় বাদশার পদার্পণ,নতুন বছরে ফ্যানেদের দিলেন নয়া চমক
এরপর ২০২২ সালে “গাঙ্গুবাই” ( Gangubai) সিনেমায় অভূতপূর্ব অভিনয়ের মাধ্যমে দর্শক মহলের মন জয় করেন তিনি। এই চলচ্চিত্র তাঁকে উন্নতির শিখরে নিয়ে যায়। বর্তমানে আলিয়া এখন বিটাউনের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী৷ তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক নতুন প্রোজেক্ট৷ তাও আবার বড়ো বড়ো পরিচালকদের সঙ্গে৷ জুনিয়র এন টি আর ( Junior NTR) ও রাম চরণ ( Ram Charan) অভিনীত “আর আর আর” ( RRR) এবং রনবীর কাপুর ( Ranbir Kapoor) ও অমিতাভ বচ্চন ( Amitabh Bacchan) অভিনীত “ব্রহ্মাস্ত্র” ( Brahmastra) সিনেমায় দেখা যাবে আলিয়াকে। এছাড়াও “হার্ট অব স্টোন” ( Heart of Stone) আন্তর্জাতিক সিনেমায় গ্যাল গাডোটের ( Gal Gadot) বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।