গঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক

মুক্তি পেতে চলেছে বলিউডের অন্যতম সফল পরিচালক সঞ্জয় লীলা বানসালী পরিচালিত সিনেমা ‘ গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ‘ ( Gangubai Kathiawadi ) । ইতিমধ্যে ছবির ট্রেলার শোরগোল ফেলে দিয়েছে । ট্রেলার দেখেই দর্শকদের মধ্যে শুরু গিয়েছে আলিয়া ( Alia Bhatt )ঝড়। নেটিজেনদের মধ্যে ট্রেলারটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে । এখন অপেক্ষা কেবল ছবি মুক্তির । আলিয়া ভাটের অনবদ্য ও ছক ভাঙ্গা অভিনয় প্রতিটা সিনেই তাক লাগানোর মত । ট্রেলার ( Gangubai Kathiawadi ) দেখেই আন্দাজ করা যাচ্ছে প্রতিবারের মত এবারও দর্শকদের নতুন কিছু দিতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালী ( Sanjay Leela Bhansali ) ।

আরও পড়ুন………নিরাপদ স্থানের খোঁজে এক রত্তি, বিদায়বেলায় বাবা-মেয়ের কান্না দেখে চোখে জল নেটনাগরিকদের

সিনেমার মূল গল্প নির্মিত হয়েছে পতিতা গঙ্গুবাইয়ের উপর ভিত্তি করে । যেখানে গঙ্গুবাইয়ের ( Gangubai Kathiawadi ) চরিত্রটি করছেন আলিয়া ভাট । গঙ্গুবাইয়ের জীবনের নানা ওঠাপড়া ও সংগ্রাম নিয়ে সিনেমার কাহিনী । ট্রেলারে ( Gangubai Kathiawadi ) নজর কেড়েছে আলিয়ার দুর্দান্ত অভিনয় । বোঝা গেছে যে এই ছবির জন্য তিনি নিজেকে একেবারে পোক্ত করেই গড়েছেন । আলিয়াকে সাধারণত অন্য যেসব চরিত্রে দেখতে অভ্যস্ত আমরা এই সিনেমায় আলিয়াকে একেবারে অন্যরুপে ধরা পড়েছে । এই ছবির মূল ইউএসপি পয়েন্ট আলিয়া ভাট ।

এই ছবির আরও একটি বিষয় হল এটি সম্পূর্ণ একটি নারীকেন্দ্রিক ( feminist movie ) সিনেমা ( Gangubai Kathiawadi ) । এই ছবিতে অভিনয়ের জন্য আলিয়ার ( Alia Bhatt )পারিশ্রমিক ধার্য হয়েছে ২০ কোটি টাকা । শোনা গেছে কেবলমাত্র চরিত্রের খাতিরেই তিনি ( Alia Bhatt ) নিজের কিউট গার্ল লুক থেকে বেরিয়ে অন্যরুপে প্রস্তুত করেছেন । চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তিনি পতিতালয়ে গিয়ে পতিতাদের সাথেও দেখা করেন ও নিজের মধ্যে সেই ভাব ভঙ্গিকে ফুটিয়ে তোলার অদম্য চেষ্টা করেন । আলিয়া ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অজয় দেবগণকে । তাকে দেখা যাবে আলিয়ার পাতানো ভাই করিম লালার ভূমিকা । এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন ১১ কোটি টাকা । এছাড়াও এই সিনেমার আরও একটি অন্যতম চরিত্রে দেখা যাবে বিজয় রাজকে । এখানে তিনি তৃতীয় লিঙ্গের ভূমিকায় অবতীর্ণ হবেন । বিজয় রাজকে সাধারণত কমেডি চরিত্রে আমরা দেখতে পেলেও এই ছবিতে তাকে একেবারে অন্যরুপে দেখা যাবে । জানা গেছে এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পাচ্ছেন ১.৫ কোটি টাকা ।

আরও পড়ুন…….Papaya skin care : পেঁপে খেতে মন্দ, বার করুন এই ধন্ধ! জেনে নিন আপনার ত্বকে পেপের উপকারিতা

ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা শুরু গিয়েছে । এখন অপেক্ষা কেবল ছবি মুক্তির । পরিচালক এই ছবিটির মূল ভিত্তি হিসেবে রেখেছেন নারীচরিত্রকে । আলিয়ার উপরেই ছবির ব্যর্থতা ও সফলতা নির্ভর করছে । এখান থেকে বোঝা যাচ্ছে ধীরে ধীরে বলিউডের বহু মিথ ভাঙ্গতে চলেছে । পুরুষকেন্দ্রিক সিনেমার পাশাপাশি নারীকেন্দ্রিক সিনেমাও ধীরে ধীরে সামনের সারিতে জায়গা পাচ্ছে ।




Leave a Reply

Back to top button