ডিয়ার জিন্দেগির পর ফের এক পর্দায় শাহরুখ-আলিয়া জুটি! উত্তেজিত সমগ্র অনুরাগী মহল

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের একাধিক বলিউড তারকারা তাদের দর্শক এবং অনুরাগীদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমার ঝুলি। রীতিমতো সরগরম ছিল ওটিটি প্ল্যাটফর্ম। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বাদশাহ শাহরুখ খান। ইদানিং কালে তার অভিনিত একটিও সিনেমা মুক্তি পায়নি। বিশেষত করোনা পরবর্তী সময়ের পর থেকে বলিউড বাদশাহ তার অনুরাগীদের কার্যত হতাশাই দিয়ে দিয়ে চলেছেন।
তবে সম্প্রতি প্রকাশিত হয়েছে অভিনেতার আসন্ন সিনেমার প্রসঙ্গ। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’। যার একটা ঝলক ইতিমধ্যেই নেট পাড়াতে দেখা গিয়েছে। যা দেখার পর রীতিমতো মুগ্ধ তার অনুরাগী মহল। তারা এই ছবির মুক্তির অপেক্ষায় বসে রয়েছেন। তবে এই অপেক্ষার মধ্যেই বাদশাহ তার অনুরাগীদের উদ্দেশ্যে ফের আরও একটি সুখবর প্রদান করলেন। কিন্তু কী সেই সুখবর?
আরও পড়ুন ….চার সন্তানের বাবা হয়েও এখনো ‘বাবা’ ডাক শোনেননি মিঠুন চক্রবর্তী, কিন্তু কেন এই ব্যার্থতা?
আরও পড়ুন ….পল্লবীর মৃত্যুতে সুশান্ত যোগ! ময়না তদন্তে উঠে আসল আকস্মিক তথ্য
জানা গিয়েছে, বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক কর্ণ জোহরের পরবর্তী সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে দেখা যাবে বলিউডের বাদশাহ কে। কর্ণ জোহরের এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী আলিয়া ভাটকে। শোনা গিয়েছে, পরিচালক তথা প্রযোজক কর্ণ জোহর বাদশাহ কে এই সিনেমার অফার দেওয়ার পর ফিরিয়ে দেননি অভিনেতা। বরং নিকট বন্ধুর এই প্রস্তাবকে কার্যত দুহাতে গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন ….আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতেই সপ্তম স্বর্গে শ্রীলেখা, গণমাধ্যমেই নিন্দুকদের দিলেন কড়া জবাব
জানা গিয়েছে, পরিচালক তথা প্রযোজক কর্ণ জোহরের আসন্ন এই সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খান-কে। বিনোদন জগতের বিশেষজ্ঞদের মতে, বড় পর্দায় শেষ বারের মতো শাহরুখ খান এবং অভিনেত্রী আলিয়া ভাটের জুটি দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’-তে। পরিচালক গৌরী সিন্দ্ধে পরিচালিত এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। মুক্তি পাওয়ার পর দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই সিনেমাটি। তবে ফের একবার বড় পর্দায় এই জুটির উপস্থিতি ফের একবার অনুরাগী মহলে শোরগোল ফেলবে তা আর বলতে বাকি থাকে না। কর্ণ জোহরের ধার্মা প্রোডাকশন-এর প্রযোজিত এই সিনেমাটি খুব সম্ভবত আগামী বছর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।