Bollywood Villain : মোগাম্বো গব্বর এখন অতীত, রইল আধুনিক বলিউডের খলনায়কের তালিকা

বলিউড মানেই নায়ক নায়িকার রোম্যান্স থ্রিলার অ্যাকশনে ভরপুর জমজমাট তিন ঘন্টা। তবে মোগাম্বো ( Bollywood Villain ) যদি খুশ না হতো, চৌধুরী সাব যদি সিমরণকে না আটকাতেন অথবা গব্বরের যদি চোখে তীব্র নিষ্ঠুরতা না থাকতো তবে কি অমিতাভ শাহরুখ কিম্বা অনিল কাপুররা তাদের হিরোসুলভ অ্যাকশন রোমান্সের ম্যাজিক পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন? সুতরাং একটা সিনেমাকে সিনেমা হয়ে উঠতে যেমন হিরো হিরোইনের দরকার তেমনই ভিলেনের প্রয়োজনও কিছু কম নয়। তাহলে বলিউডের হাল আমলের সিনেমা এবং ওয়েবসিরিজের উল্লেখযোগ্য কিছু ভিলেনের ওপর আলোকপাত করা যাক
মুন্না ভাইয়া(মির্জাপুর)
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও এখন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর সিরিজের নাম যদি হয় মির্জাপুর তাহলে খলনায়কের চরিত্রে মুন্না ভাইয়ার কথা আলোচনা না করলে সিরিজের মূল্যায়ন সম্পূর্ণ হবে না। মুন্না ভাইয়ার চরিত্রে দিব্যেন্দু ( Bollywood Villain ) শর্মার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচক উভয় মহলেই। ফলতঃ একথা বলাই যায় যে মুন্না ভাইয়ার চরিত্র দীর্ঘদিন মনে রাখবেন দর্শকেরা।
গুরুজী (সেক্রেড গেমস)
“বলিদান দেনা হোগা” অথবা “অহম ব্রহ্মাস্মি” গুরুজীরূপী ( Bollywood Villain ) পঙ্কজ ত্রিপাঠীর মুখে এই সংলাপ ২০১৯ সালে সেক্রেড গেমস সিজন টু মুক্তির পর এতটাই জনপ্রিয় বা ভাইরাল হয় যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিমস তৈরী হয় এই ডায়লগকে ঘিরে। সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই সিরিজে প্রত্যেকেই পরস্পরকে ছাপিয়ে গেছিলেন। তবে মাত্র একটি সিজনেই পঙ্কজ যেভাবে নিজের জাত চিনিয়েছেন তাতে গুরুজী রূপে অন্য কাউকে কল্পনাও করার অবকাশ থাকে না।
আলাউদ্দিন খিলজি (পদ্মাবৎ)
ঐতিহাসিক চরিত্রে অভিনয় যেকোন অভিনেতার কাছেই কঠিন চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। আর সেই চরিত্র যদি হয় আলাউদ্দিন খিলজি ( Bollywood Villain ) তবে তা নিঃসন্দেহে কঠিনতর চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জই চরম সাবলীলতার সঙ্গে গ্রহণ করেছেন এবং তাতে স্টারমার্কস পেয়ে পাশ করেছেন রণবীর সিং। আলাউদ্দীন খিলজির তীব্র নিষ্ঠুরতা যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার অভিব্যক্তিতে তা নিঃসন্দেহে কুর্ণিশযোগ্য।
সিমি (অন্ধাধুন)
আয়ুষ্মান খুরানা এবং টাব্বু অভিনীত ডার্ক থ্রিলার কমেডি ঘরানার এই ছবিটি বলিউডের অন্যধারার ছবিগুলির মধ্যে প্রথম সারিতেই থাকবে। ছবিতে আয়ুষ্মান এবং টাব্বুর হাড্ডাহাড্ডি অভিনয়ের টক্কর দর্শককে নড়তে দেয়না জায়গা ছেড়ে। আয়ুষ্মান অভিনীত আকাশ চরিত্রটির মুখোশ খোলার চেষ্টা প্রতি মুহূর্তে চালিয়ে যায় সিমি। ( Bollywood Villain ) সিমির মতো চরিত্র সহজে দেখা যায় না চারপাশে। ভিলেন হয়েও টাব্বু এই ছবির অন্যতম আকর্ষণ।
হাথোড়া ত্যাগি (পাতাললোক)
পাতাললোক ওয়েবসিরিজের প্রধান খলনায়ক হাথোড়া ত্যাগি এমনই এক নৃশংস খুনি যার খুন করার পদ্ধতিগুলি দর্শককে অবাক করে। শুধু তাই নয়, এই বিস্ময় কাটিয়ে উঠতে সময় লাগে দীর্ঘদিন। অভিষেক ব্যানার্জী এই চরিত্রে ( Bollywood Villain ) দাপটের সঙ্গে অভিনয় করে হাততালি এবং মুগ্ধতা কুড়িয়েছেন দর্শকের।
মর্দানি
রানী মুখোপাধ্যায় অভিনীত ( Bollywood Villain ) মর্দানি ছবিটিতে ড্রাগ এবং পাচারের সঙ্গে যুক্ত মাফিয়া পান্ডা করণের ভুমিকায় অভিনয় করে সমালোচকদের মন জয় করেছেন অভিনেতা তাহির রাজ বাসিন। তিনি এই ছবির জন্য বেস্ট ভিলেন অ্যাওয়ার্ডও জিতেছেন।