বার্ষিক দেড় কোটি টাকা আয় অমিতাভ বচ্চনের বডিগার্ডের! নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, চলছে তদন্ত
বলিউডের শেহনসা তিনি। গত কয়েক দশক ধরে তার দাপট বলিপাড়ায় অব্যাহত। এখনও পর্যন্ত বিগবি অমিতাভ বচ্চনের জায়গা নেওয়ার মত ক্ষমতা কোনো বলি অভিনেতারই হয়নি। তাই তার যে শক্তপোক্ত নিরাপত্তা প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখেনা। এক্স ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘোরেন তিনি। খোদ মুম্বই পুলিশ থেকে তার দেহরক্ষী নির্বাচন করা হয়। দুই জন পুলিশ কর্মী সর্বদা তার পাশে পাশে থাকেন৷
তবে মুম্বই পুলিশের নিয়ম অনুযায়ী কোনো বডিগার্ডের মেয়াদই ৫ বছরের বেশি হয়না। কিন্তু মুম্বই পুলিশে কর্মরত অমিতাভের দেহরক্ষী জীতেন্দ্র শিন্ডে ২০১৫ সাল থেকে অমিতাভের নিরাপত্তার দায়ভার সামলাচ্ছেন৷ সম্প্রতি জানা গিয়েছে, তার বার্ষিক আয় দেড় কোটি টাকা৷ এই খবর প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ মুম্বই পুলিশের।
এদিকে সূত্রের খবর, বিগবি অমিতাভ বচ্চন জীতেন্দ্রকে এই মোটা অঙ্কের টাকা দেননা। তবে এত বিপুল পরিমাণ টাকা উৎস ঠিক কী, এই রহস্য উদঘাটনেই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। তবে দেহরক্ষী হিসেবে জীতেন্দ্রর কাজে খুশি অমিতাভ। কিন্তু তবুও এত বিপুল অঙ্কের টাকা অমিতাভ তাকে দেননা। সেক্ষেত্রে একজন সাধারণ পুলিশ কর্মীর এত টাকা আয়ের রহস্য কি তা জানতেই নড়েচড়ে বিসেছে মুম্বই পুলিশ।
অন্যদিকে, জীতেন্দ্রর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, পুলিশকর্মীর চাকরির পাশাপাশি একটি সিকিউরিটি এজেন্সি চালান। এই এজেন্সি থেকে বিভিন্ন সেলিব্রিটিদের কাছে দেহরক্ষী পাঠানো হয়।এই গোটা বিষয়টি দেখভাল করেন তার স্ত্রী। এই সেলেব্রিটিদের নিরাপত্তাপ্রদানকারী সংস্থা থেকেই তার আয়ের একটি বড় অংশ উঠে আসে বলে দাবী তার৷ বিপুল আয়ের কথা প্রকাশ্যে আসার পর শিন্ডেকে দক্ষিণ মুম্বইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।