লোক লজ্জায় চুপিসারে বিয়ে! অবশেষে ফাঁস হল আসল কারণ

বিয়ের কথা প্রকাশ করেছিলেন ২০১৬ সালে। তবে বিয়ে সেরে ফেলেছিলেন অনেক আগেই। বলি অভিনেত্রী অমৃতা রাও এবং আর জে ( Amrita-Anmol ) আনমোল এদের প্রেম থেকে বিয়ের গল্প অনেকটাই চমকপ্রদ। প্রেমও করেছিলেন বেশ রাখঢাক রেখে। বিয়েটাও সেড়েছিলেন ২০১৪ সালে সতর্কতার সাথে। কেন এত তোড়জোর করে বিয়ে সারলেন সে বিষয়ে এই তারকা দম্পতি ( Amrita-Anmol ) কখনও কিছু বলেননি। তবে এবার ভক্তদের মনে থাকা হাজারও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন মিলেই তাদের গোপন বিয়ের কাহিনী সবার সামনে প্রকাশ্যে আনলনে। বেশ অভিনব কায়দা অবলম্বন করেই অমৃতা ও আমোল ( Amrita-Anmol ) তাদের বিয়ের ভিডিও প্রকাশ্যে নিয়ে আসেন। এই তারকা দম্পতি নিজেদেরই ইউটিউব চ্যানেলে বিয়ের সম্পূর্ণ বিষয়টিকে ব্লগের মত করে অনুরাগীদের জন্য নিয়ে এসছেন।
আরও পড়ুন……অভিমানে ছেড়ে ছিলেন অভিনয়! মনের জোরে ফের সিনে পর্দায় ‘সাথীহারা’র সেই নায়িকা
এখানে তাদের অকপট স্বীকারোক্তি তারা দুজনেই চেয়েছিলেন যে তাদের ক্যারিয়ারে যাতে কোনও প্রভাব না পড়ে। দুজনেই ( Amrita-Anmol ) ক্যারিয়ারের কথা ভেবে গোপনে বিয়ে সেরে ফেলার মতলব করেন। আমোল জানান, তিনি যখন অমৃতাকে বিয়ের প্রস্তাব দেন তখন অমৃতা ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে ছিল। শুধু তাই নয় একটি রিয়েলিটি শো’তে অমৃতা বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও অমৃতা ( Amrita Rao ) নিজেও বেশ গুছিয়ে ক্যারিয়ার সাজাতে চেয়েছিল। সেই সময় দাঁড়িয়ে বিয়ে করাটা অমৃতার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। এরপর অমৃতা জানান সে সময় সবে সবে তিনি বেশ কিছু ভালো ও নামকরা প্রজেক্টের অফার পাচ্ছিলেন। তখনও আমোল ( RJ Anmol ) তাকে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি পুনরায় ভেবে সিদ্ধান্ত নেন যে গোপনে বিয়ে করবেন। এরপর এই যুগল আর দেরি না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
আরও পড়ুন………Alia Bhatt : স্টুডেন্ট অব দ্য ইয়ার থেকে গাঙ্গুবাই, মাইলস্টোন পার করলেন আলিয়া
অমৃতা ও আনমোল এতটাই গোপনে নিজেদের বিয়ে সেরেছিলেন যে নিজেদের নিকটস্থ অনেককেই তারা তাদের বিয়েতে নেমন্তন্ন করেননি। একেবারে কড়া বলয়ের মধ্যে থেকে সমস্থ লাইত,ক্যামেরার ঝলাকনির বাইরে গিয়েই চুপিসারে বিয়ে সেরেছিলেন এই দম্পতি। তারা আরও জানান জানাজানি হলে সম্পর্কের উপর বেশি নজর পড়ে। টাই গোপনে থাকাই বেশি ভালো বলে মনে করেন তারা।