ফের ঘর আলো হবে কোহলী পরিবারের, তবে আবার কী ছোট্ট শিশুর ডাক শুনবেন Anushka Sharma?

রাখী পোদ্দার, কলকাতা : গত বছর ২০২১ সালের জানুয়ারি মাসে বলিউডের পাওয়ার কাপেল বিরাট কোহলি ( Virat Kohli) এবং অনুষ্কা শর্মার ( Anushka Sharma) ঘর আলো করে আসে এক খুদে সদস্য। মিষ্টি খুদের নাম রাখেন ভামিকা। বিরুষ্কা আগেই সবার কাছে পরিস্কার করে দিয়েছিলেন যে, তাঁরা তাঁদের মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান। আর এক বছর পর্যন্ত তা করতে সক্ষম হলেও সম্প্রতি একটি ম্যাচে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন ভামিকা ( Vamika)। তারপর সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা শেয়ার করেন বিরুষ্কা। সেখানে বলেন তাঁরা আগে যেটা বলছিলেন এখনও সেটাই চান, তাঁদের অজান্তেই এই ছবি তোলা হয়েছিল। এই ঘটনার পর থেকেই ফের দেখা যায়নি এই খুদেকে। তবে এবার সামনে উঠে এল আরও এক সুখবর। বলি পাড়ায় বেশ গুঞ্জন শোনা যাচ্ছে, সদস্য সংখ্যা বাড়তে চলেছে বিরুষ্কার ( Virat-Anushka) পরিবারে। ফের দ্বিতীয় বার বিরুষ্কার ঘর আলো করে আসছে আরও এক খুদে সদস্য।

 

এমনটাই জানান বিশিষ্ট নিউমেরোলজিস্ট সঞ্জয় বি.জুমানি (Sanjay B.Jumani)। আবারো মা হতে পারেন অনুষ্কা। ৩৭ থেকে ৩৮ বছর বয়সে দ্বিতীয় বারের জন‍্য তাঁর মা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন সঞ্জয়। এক্ষেত্রে উল্লেখ‍্য বিষয় হল, এর আগে তিনিই নাকি প্রথম জানিয়েছিলেন অনুষ্কার মা হতে চলার কথা। সঞ্জয় বলেন, কোভিডের আগে অনুষ্কার মা আসে আমাদের কাছে। তখনই জানাই অনুষ্কা খুব শীঘ্রই সন্তানের জন্ম দেবে। তখন অনুষ্কার মা হেসে বলেছিলেন ওঁদের এই মুহূর্তে কেরিয়ার ছাড়া অন্য কোনও প্ল্যান নেই। তিনি আরও বলেন, সংখ্যা বিচার করেই বলেছিলাম কোনও জাদুমন্ত্র তো নেই এর মধ্যে। তবে প্রথম হিসাব মিলে গেছে এবার দ্বিতীয় হিসাব মেলে কী না সেটা দেখার পালা!

আরও পড়ুন : ‘মুখটা কেমন শয়তানের মতো’! মিলি চরিত্রের এমন সাফল্যে আপ্লুত ঐশী ভট্টাচার্য

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

রবিবারই ৩৪ এ পা দিলেন অনুষ্কা শর্মা ( Anushka Sharma)। যদিও স্ত্রীর জন্মদিনে উইশ করতে বেশ কিছুটা সময় নিয়ে ফেলেন বিরাট ( Virat Kohli)। এরপর বেলা গড়াতেই বিরাট ইনস্টাগ্রামে লেখেন, “ঈশ্বেরর অশেষ কৃপা যে তুমি জন্মেছিলে। তোমাকে ছাড়া যে আমি কী করতাম, সেটা আমি নিজেই জানি না। মনের দিক থেকে তুমি অত্যন্ত ভালো একজন মানুষ। আশা করছি, কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে বিকেলটা খুব ভালো কাটবে”।

আরও পড়ুন : বলিউডকেও ছাপাবে ঋতাভরীর ডেস্টিনেশন ওয়েডিং! মুখের ফাঁকেই ফাঁস করলেন নিজের বিয়ের তারিখ

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ইতিমধ্যেই নিজের আগামী ছবির ঘোষণাও করে দিয়েছেন অনুষ্কা শর্মা ( Anushka Sharma)। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করবেন তিনি। ‘চাকদা এক্সপ্রেস’-এ ভারতীয় ফাস্ট বোলার খোদ ঝুলন গোস্বামীর ( Jhulan Goswami) ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে। আর সেই জন্যই নিজের ডায়েটে বেশ কিছু পরিবর্তনও এনেছেন অভিনেত্রী। মা হওয়ার পর বেশ অনেক সময় নিয়েই ফের অভিনয় জগতে ফিরছেন তিনি।




Leave a Reply

Back to top button