Bollywood Gossip: বাস্তব জীবনেও এক সময় ‘কবীর সিং’ ছিলেন শাহিদ কাপুর, করিনাকে নিয়ে সহ-অভিনেতার সাথে বিতর্ক

বলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত বিচ্ছেদের মধ্যে একটি হল শাহিদ কাপুর (Shahid Kapoor) ও করিনা কাপুর খানের (Karina Kapoor Khan) বিচ্ছেদ (Break-Up)। সেই সময় সংবাদের শিরোনামে (Headline) নিজেদের থাকার রসদ তারা নিজেরাই জোগাতেন। কখনও ঘনিষ্ঠ মুহুর্তের এমএমএস ফাঁস (MMS Leaked) হোক বা কখনও আবার তাদের মাঝের তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে প্রকাশ্যেই মান-অভিমান পর্ব সমস্তটুকুই জনসমক্ষে নিঃসঃকোচে প্রকাশ করতেন দুই তারকাই।

তবে তাঁদের এই প্রেম বা মান-অভিমান পর্ব কোনোটাই কেবল তাঁদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না, তার প্রভাব পড়তো তৃতীয় ব্যক্তির ওপরেও।  করিনাকে নিয়ে শাহিদের নিরাপত্তাহীনতার (insecurities) প্রভাব পড়তো করিনার সহ-অভিনেতাদের ওপরেও। এমনকী মাঝে মাঝে তা এমনই ভয়ানক আকার ধারণ করতো যে সেটি হাতাহাতির পর্যায়তেও চলে যেতো। তাঁদের ঘিরে এমন বহু ঘটনাই বলিউডের আনাচে-কানাচে কানা-ঘুঁষো প্রায়শই শোনা যেত।

বলিউডের খবর,শাহিদ কাপুরের খবর,করিনা কাপুর খানের খবর,শাহিদ-করিনার সম্পর্কের খবর,বলিউডের বিচ্ছেদের খবর,বলিউডের বাংলা ভাইরাল খবরBollywood News,Shahid Kapoor News,Kareena Kapoor Khan News,Shahid-Kareena Relationship News,Bollywood Separation News,Bollywood Bangla Viral News

সূত্র থেকে শোনা যায়, ২০০৪ সালে ‘ফিদা’ (Fida) ছবির শ্যুটিংয়ের সময় ফারদিন খানের (Fardin Khan) সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা শাহিদ কাপুর। ‘ফিদা’ ছবিটি মূলত একটি ত্রিকোণ প্রেমের কাহিনী, যেখানে তিনটি মুখ্য চরিত্রে দেখা যায় শাহিদ কাপুর, করিনা কাপুর খান এবং ফারদিন খানকে। সেখানে বেশ কয়েকটি  দৃশ্যে ফারদিন খানের সঙ্গে অন্তরঙ্গভাবে (Intimate) দেখা যায় করিনা কাপুর খানকে, পাশাপাশি ঐ সিনেমায় একটি শয্যাদৃশ্যেও ফারদিন খানের বীপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর খান। সূত্রের খবর, এই অন্তরঙ্গ শয্যাদৃশ্য (Bed Scene) নিয়ে আপত্তি ছিল শাহিদ কাপুরের। এমনকি এই আপত্তি এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যে ছবি বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থাও তৈরী হয়েছিল। অবশেষে দুজনকে অনেক বোঝানোর পর এই সমস্যা মিটিয়ে ছবি সুষ্ঠভাবে শেষ করা সম্ভব হয়েছিল। তবে এই ঘটনার পর থেকে আর কখনোই শাহিদ-ফারদিনের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

বলিউডের খবর,শাহিদ কাপুরের খবর,করিনা কাপুর খানের খবর,শাহিদ-করিনার সম্পর্কের খবর,বলিউডের বিচ্ছেদের খবর,বলিউডের বাংলা ভাইরাল খবরBollywood News,Shahid Kapoor News,Kareena Kapoor Khan News,Shahid-Kareena Relationship News,Bollywood Separation News,Bollywood Bangla Viral News

পরে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গ নিয়ে ফারদিনকে জিজ্ঞেস করায় তিনি জানান, করিনার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্তই ভাল। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভাল। কিন্তু শাহিদের অপরিণতমনস্কতার জন্যই সেদিন ঐ সমস্যা হয়েছিল। এর উত্তরে শাহিদ একবার ‘কফি উইথ করণ’ (Coffee With Karan) -এ বলেছিলেন, “ওঁর যদি আমার কোনও কথা ভাল না লেগে থাকে, তবে আমাকে ব্যক্তিগত ভাবে বলতে পারতেন। কিন্তু তা না করে ফারদিন বিষয়টি জনসমক্ষে এনেছেন। এটা কাম্য নয়।”

আরও পড়ুন……Bollywood: বলিউডের ফাঁদে পড়ে অজান্তেই পর্ন শ্যুটিং করে বসছেন অভিনেত্রীরা

বাস্তব জীবনেও শাহিদ কাপুর যে এক সময় ‘কবীর সিংহ” ছিলেন, তা এই ঘটনা থেকে বোঝা গেলেও, এখন এই দুই তারকার দ্বন্দ্ব মিটে যাওয়ারই কথা। কারণ পুরোনো অতীতকে পিছনে ফেলে শাহিদ-মীরা এবং সইফ-করিনা অত্যন্ত সুখী দুই দম্পতি। অন্যদিকে, ফারদিনও ফের বলিউডে কামব্যাক (Comeback)  করার চেষ্টা চালাচ্ছেন।




Back to top button