সেলুলয়েড পর্দার ‘দাদা’ আয়ুষ্মান খুরানা, শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ
অনেকদিন ধরেই জানা যাচ্ছে পর্দায় আসতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিক। কে সৌরভের চরিত্রে অভিনয় করবে তা নিয়ে অনেক নাম ভেসে উঠে। সব বাধা কাটিয়ে এবার শুরু হচ্ছে সেই ছবির কাজ।

শুভঙ্কর, কলকাতা: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আসতে চলেছে, ‘দাদা’র বায়োপিক। বলিউডের কোন অভিনেতা সৌরভের চরিত্রে অভিনয় করবেন সেই নিয়েও বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছিল। এক সময় নাম উঠে আসে রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। মাঝে ঋত্বিক রোশনের নামও ভেসে আসে। অবশেষে জানা গেল আয়ুষ্মান খুরানাকে পর্দার দাদা হিসেবে দেখতে চলেছেন দর্শকরা।
বলিউডে এখন বায়োপিক সিনেমার বেশ চল চলছে। এর আগে প্রয়াত সুশান্ত সিং রাজপুত মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া ফেলে দেন। দর্শক মহলে খুব প্রশংসিত হয় তাঁর অভিনয়। বক্স অফিসে অসাধারণ ব্যবসা করে এই ছবি। এরপরে শচীন তেন্ডুলকারেরকে নিয়েও ছবি হয়েছে। সেটা বায়োপিক না হলেও সর্বমহলে বেশ সাড়া ফেলে দেয়। তারপর থেকেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আলোচনা হতে থাকে সর্বত্র। ‘মহারাজে’র বায়োপিক পরিচালনা করবেন দক্ষিণ সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। জানা যাচ্ছে ছবির চিত্রনাট্য তৈরি করার কাজ চলছে। এই বিষয়ে সৌরভের সঙ্গেও অনেকবার আলোচনা করেছেন নির্মাতারা। সৌরভ নিজে গিয়ে বৈঠকে বসেছেন। অনেকবার নির্মাতারা কলকাতাতে এসেও বৈঠক করেছেন। অবশেষে সেই কাজ অনেকটা এগোলো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মানেই ছবির অনেকটা অংশ জুড়ে থাকবে কলকাতা। থাকবে ইডেন গার্ডেন্স। বেহালারও কিছু অংশ থাকবে বলে মনে করা হচ্ছে। শুটিংয়ের জন্য অনেক জায়গা নির্মাতারা বেছে রেখেছেন বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই এই ছবির শুটিং শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
অন্যদিকে এই বছর ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইডেন গার্ডেন্সকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। সেই নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন মহারাজ। তার ফাঁকে দাদাগিরির শুটিংও শুরু হতে চলেছে। এখন ইংল্যান্ডে মেয়ে সানার সঙ্গে ছুটি কাটাচ্ছেন গঙ্গোপাধ্যায় দম্পতি। ইংল্যান্ড থেকে ফিরে এসে নিজের বাকি কাজে হাত দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।