Bachchan Pandey : ছবিতে হিরো অক্ষয় কিন্তু নাম বচ্চন পান্ডে ! ‘বিগ বি-কে ভেবেই কি এই নাম’- অকপটে অক্ষয়

রিমা শিয়ালী, কলকাতা: বলিউডে বিভিন্ন ধারায় একের পর এক অভাবনীয় ছবিতে অভিনয় করে বি-টাউনে ( b-town ) সর্বদাই লাইমলাইটে ( limelight ) থেকেছেন অক্ষয় কুমার ( Akshay Kumar ) । বি-টাউনের এই ইন্টারন্যাশনাল খিলাড়ি বুঝি প্রকৃতপক্ষেই একজন খিলাড়ি। বয়স ৫০ পেরোলেও তার অভিনয়ে প্রত্যেক ছবিই যেন পায় একটি নতুন রূপ। সর্বদা ফিট থাকতে পছন্দ করা এই অভিনেতা করোনাকালীন সময়েও একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন। এরইমধ্যে আসতে চলেছে অক্ষয় কুমারের বড় একটি মেগা বচ্চন পান্ডে ( Bachchan Pandey ) । তবে অক্ষয় অভিনীত এই ছবির নাম কেন রাখা হলো বচ্চন পান্ডে? এ নিয়ে প্রশ্ন উঠতেই রহস্যের উদঘাটন করলেন স্বয়ং বি টাউন খিলাড়ি।
বলিউডে আসতে চলেছে অক্ষয় কুমারের আরও একটি সুপারহিট ছবি বচ্চন পান্ডে। করোনাকালীন পরিস্থিতিতেই এই ছবির শুটিং হয়। এবং করোনার জেরেই ছবির প্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছিল। তবে অপেক্ষার অবসান ঘটবে শীঘ্রই। মার্চের ১৮ তারিখেই রিলিজ হতে চলেছে বচ্চন পান্ডে।

সম্প্রতি ছবি প্রচার করতে গিয়ে অক্ষয় কুমার তার আসন্ন চলচ্চিত্র ‘বচ্চন পান্ডে’-এর এরূপ শিরোনামের পিছনে আসল অনুপ্রেরণার কথা ব্যক্ত করেছেন। ছবির প্রমোশন ইভেন্ট চলাকালীন অক্ষয়কে তার ছবি বচ্চন পান্ডের এরূপ শিরোনামের পিছনে আসল রহস্যের কথা জিজ্ঞেস করা হয়।প্রশ্নের জবাবে তিনি বলেন যে হাউসফুল ৪ এর সাকসেস পার্টিতে গিয়েই তিনি অভিষেক বচ্চন এবং চাঙ্কি পান্ডের একটি ছবি দেখেছিলেন এবং এর থেকেই অনুপ্রাণিত হয়ে তারা ছবির নাম বচ্চন পান্ডে রাখেন।

বচ্চন পান্ডে ছবিতে নবরূপে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অক্ষয়। মেকআপ এর দ্বারা পাথরের চোখ বানিয়ে ভয়ঙ্কর একজন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা।খলনায়কের ভূমিকায় হাতে গোনা কয়েকটি ছবিতেই অভিনয় করতে দেখা গেছে তাকে।তবে বচ্চন পান্ডে ছবিতে অক্ষয়ের অভিনয় একেবারে অন্য রূপ ধারণ করেছে।ছবির ট্রেইলার প্রকাশের পর থেকেই এই ছবি নিয়ে সাড়া পড়ে গেছে দর্শাকমহলে।ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করছেন কৃতি স্যানন। ছবিটিতে একজন উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ছবির ট্রেইলার-এ দেখা গেছে কৃতি স্যানন অক্ষয়কে নিয়ে একটি বায়োপিক বানাতে চান এবং তার জন্যই অক্ষয়কে রাজি করাতে যান কৃতি।এছাড়াও ছবিতে অক্ষয়ের প্রেমিকারূপে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

আরও পড়ুন: Assembly Elections 2022: কিভাবে ভারতের সর্ববৃহৎ দল হয়ে উঠলো বিজেপি, জেনে নিন মোদী ম্যাজিক

পূর্বেও বেশকিছু নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় এবং তিনি বলেছেন যে নায়কের মতই একজন খলনায়কের চরিত্রেও অভিনয় করতে পছন্দ করেন তিনি।তিনি মনে করেন খলনায়কের চরিত্রেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা ছবিকে আরও চ্যালেঞ্জিং করে দেয়।বচ্চন পান্ডে পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এছাড়াও ছবিটিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি,অভিমন্যু সিং, সঞ্জয় মিশ্র এবং প্রতীক বব্বরও রয়েছেন, সাজিদ নাদিয়াদওয়ালা।

আরও পড়ুন: UP Assembly Election 2022 : বিজেপি এগিয়ে যেতেই, উৎসবে মাতোয়ারা ভোজপুরি তারকারা




Leave a Reply

Back to top button