লাক্সারি লাইফ স্টাইল সঙ্গে প্রতিমাসে আয় লাখ টাকা,আমূল বদলে গেছে ‘বচপন কা প্যায়ার’ খ্যাত সহদেবের জীবন

ভাগ্যের চাকা কত ভাবেই না বদলায়! কারো বদলায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে। যেমনটা হয়েছে সহদেবের (Sahdeb Dirdo) সাথে। পাঠকদের নিশ্চয় চিনতে বাকি নেই কার কথা বলা হচ্ছে,ইনি হলে ‘বচপন কা প্যায়ার'(Bachpan Ka Pyaar) খ্যাত সেই বিখ্যাত খুদে। যার গানের তাল ও লয়ে মজেছিল সারা দেশ। বড় বড় সেলিব্রেটিরা পর্যন্ত এই খুদের সাথে পারফরম্যান্স করেছেন। যে গানটি (Bachpan Ka Pyaar) গেয়ে সহদেব ভাইরাল হয়েছে পৌঁছে গিয়েছে অগুনতি মানুষের ঘরে ঘরে সেই গানটির স্রষ্টা বাদশা স্বয়ং দেখা করেন সহদেবের সঙ্গে।
আরও পড়ুন………অনুষ্কাই সৌভাগ্যের চাবিকাঠি,অকপট স্বীকারোক্তি বিরাটের
‘বচপন কা প্যায়ার’ সহদেবের এই গানটি(Bachpan Ka Pyaar) ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। সত্যিই লক্ষ্মী কপাল সহদেবের। অল্প সময়ের মধ্যেই তাবড় তাবড় সেলিব্রেটিদের সাথে দেখা করার সুযোগ হয় সহদেবের। ছত্তিশগড়ের সুকুমার বাসিন্দা ১২ বছরের সহদেব এখন লাক্সারি লাইফে অভ্যস্ত। মাসে তার আয় ১২ লাখ। লাখপতি সহদেব এখন থাকেন বিলাসবহুল বাড়িতে। তার রয়েছে দুটো ম্যানেজার। এছাড়াও রয়েছে চারজন চাকর। পরনে এখন তার দামি পোশাক, মুখে নিত্যদিন বিলাসবহুল আহার উঠে।
আরও পড়ুন………বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার আশ্বাস বিজেপির, মিথ্যা প্রতিশ্রুতি নয় তো
গানের (Bachpan Ka Pyaar) মাধ্যমে কিশোর সহদেব নেটিজেনদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আদায় করে। অনেকে আবার তার গানটিকে নিয়ে তীব্র কটূক্তি ও সমালোচনা করেছেন। কেউ কেউ আবার কড়াভাবে বিরক্ত প্রকাশ করেছেন। এসবের মধ্যে আবার সহদেব দুর্ঘটনার শিকার হয়। এখন সে সুস্থ রয়েছে এবং আগামীতে গান নিয়েই ক্যারিয়ায় করার লক্ষ্য প্রকাশ করেছেন।