ভারতীর কোল আলো করল পুত্রসন্তান, খুশির আমেজের ছড়াছড়ি নেটপাড়ায়

রিমা শিয়ালী,কলকাতা: ভারতের কৌতুক অভিনেত্রীর ( comedian actress ) কথা বললে সবার প্রথমে যার নাম মাথায় আসে তিনি হলেন ভারতী সিং ( Bharti Singh ) । এই কৌতুক অভিনেত্রী বিনোদন জগৎকে এক অন্য মাত্রা দিয়েছে। ভারতীর করা জোকস্ এর জন্য রিয়ালিটি শো ( reality show ) গুলি যেন নব রূপ পায়। সম্প্রতি হুনারবাজ নামক একটি শো তে হোস্ট ছিলেন ভারতী সিং এবং তার স্বামী হার্ষ লিম্বাচিয়া ( Harsh Limbachiya ) । আর তখন থেকেই সন্তানসম্ভবা ( pregnant ) ছিলেন ভারতী। তবে রবিবার, ৩ এপ্রিল সকল অপেক্ষার অবসান ঘটে। ভারতীর কোল আলো করে জন্ম নেয় তার ছোট পুত্র সন্তান ( Bharti Singh baby ) । হার্ষ লিম্বাচিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ খবর।
গতবছর ডিসেম্বর মাসের ১০ তারিখে ভারতী ( Bharti Singh ) তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি তার গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন।বলিউডে কারিনা কাপুরের মতোই কৌতুক অভিনেত্রী ( comedian actress ) ভারতী সিং ( Bharti Singh ) ও গর্ভাবস্থায় থাকাকালীন পুরোদমে কাজ করে গেছেন। বাড়িতে চুপ করে বসে বা পাপারাজ্জিদের চোখ থেকে দূরে থাকার পরিবর্তে, ভারতী একেবারে তার গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত রিয়ালিটি শো ( reality show ) র শুটিং চালিয়ে গেছেন এবং পাপারাজ্জির সাথে সমস্ত আপডেট শেয়ার করেছেন।এমনকি পাপারাজ্জিদের ভারতী ভালোবেসে তার আসন্ন শিশুর ( Bharti Singh baby ) মামা বলেও সম্বোধন করেছিলেন। গর্ভাবস্থায় থাকাকালীনও রিয়ালিটি শো ( reality show ) হোস্ট করা ভারতী দেশের প্রথম গর্ভবতী টিভি হোস্ট হয়ে ইতিহাস তৈরি করেছিলেন।
এই রবিবার বিকেলে হার্ষ লিম্বাচিয়া ( Harsh Limbachiya ) নিজের ইনস্টাগ্রামে ভারতীর প্রেগনেন্সি শুটের একটি ছবি আপলোড করেন এবং সেখানে লেখেন, “এটি একটি পুত্রসন্তান” ( Bharti Singh baby ) । এই খবর জানা মাত্রই শুধু ভারতী এবং হার্ষ নয়, তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাও অত্যন্তই খুশি হয়েছে। এবং সাথেই তাদের প্রথম সন্তানকে ( Bharti Singh baby ) স্বাগত জানিয়েছে।
আরও পড়ুন: ‘ভোট দিলেই নগ্ন হব’! দর্শকের নজর টানতে নগ্নতার হাতছানি পুনমের
এছাড়াও ইনস্টাগ্রামে কমেন্টের মাধ্যমে বলিউডের বহু তারকাই ভারতী ( Bharti Singh ) এবং হার্ষ কে অভিনন্দন জানিয়েছেন।অনিতা হাসানন্দানি লিখেছেন, “অনেক অভিনন্দন”। এছাড়াও অর্জুন বিজলানি গায়িকা নেহা কক্কর,অমৃতা খানভিলকরও ভারতী ও হার্ষকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারতী এবং হার্ষের ( Harsh Limbachiya ) বিবাহ হয়। আর এই বছর তাদের পুত্রসন্তান ( Bharti Singh baby ) হয়। ফলে তাদের ভক্তবৃন্দরাও বেজায় খুশি এই খবরটি পেয়ে।
আরও পড়ুন: খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি! সুন্দরীর প্রতিক্রিয়ায় হতবাক নেট দুনিয়া