বিপুল অঙ্কের বাজেট , বলিউডে সর্বাধিক ব্যয়বহুল গান এই পাঁচটি

প্রিয়া ধর, কলকাতাঃ ভারতীয় সিনেমার ( Indian movie ) কথা উঠলেই প্রথমেই চোখে ভাসে যে ছবি তা হল, বিপুল পরিমাণ অর্থে নির্মিত সেট আর চোখ ঝলসানো পোশাক। কি নেই ভারতীয় সিনেমায় ( Expensive movie ) দামী সেট থেকে শুরু নামী দামী সব প্রোডাকশন। ভারতীয় সিনেমায় কম করে হলেও কোটি টাকার বাজেট তো ধার্য হয়েই থাকে। ভারতের বলিউড ( Bollywood ) ও সাউথের ( South Indian Movie ) ইন্ডাস্ট্রি সিনেমার ক্ষেত্রে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন তার তালিকা দেখলে যে কেউ অবাক হবেন। এমনও হয়েছে অনেক সিনেমায় ৩০০ থেকে ৫০০ কোটি টাকার বাজেট নির্ধারিত হয়েছে। এসব বড় অঙ্কের বাজেট শুনলে যেমন চোখ ছানাবড়া হয়ে যায় তেমনি এই অধিক টাকা খরচ করে যে সমস্ত সিনেমা বানানো হয় সেগুলো দেখলেও অবাক হয়ে ভাবতে হয় এরকম সিনেমাও কি বানানো যায়! ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমার আদর্শ পীঠস্থান। এখানে জলের মত টাকা ঢেলে সিনেমা বানানো হয়। সঞ্জয় লীলা থেকে শুরু করে রাজমৌলী অনেক নামকরা প্রযোজকরা ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করেছেন। চলুন আজ জেনে নেব ভারতীয় সিনেমায় অত্যাধিক ব্যয়বহুল পাঁচটি গান-

শ্রীবল্লী ( Srivalli )

ভারতীয় সিনেমার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে এই গানটি। অল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইস’ এর এই গানটি নেট দুনিয়ায় সব থেকে বেশি সার্চ হওয়া গানের মধ্যে একটি। এই সিনেমাটি পরিচালনা করতে পরিচালক কোটি কোটি টাকা ঢেলেছেন। শুধু সিনেমায় নয়, এই গানটি সম্পূর্ণ তৈরি করতে গিয়েও খরচ হয়েছে কয়েক কোটি টাকা। এই গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ছেলে থেক বুড়ো সকলের মুখে মুখে শোনা গেছে এই গানটি।

মালাং ( Malang )

‘ধুম ৩’ এর এই গানটি আজও দর্শকদের মনে সমানভাবে জনপ্রিয়। আমির খান ( Amir Khan ) ও ক্যাটরিনার যুগলবন্দিতে তৈরি করা হয়েছিল এই গানটি। জানা যায় এই গানটিতে আমির ও ক্যাটের পোশাকের পেছনে খরচ হয় প্রায় ৯ কোটি টাকা। আর আমিরের মেক আপ সেট করেন বিদেশী আর্টিস্ট। এছাড়াও সেটের পেছনে খরচ হয় আরও কোটি কোটি টাকা। সেইভাবে সফলতাও পায় এই গানটি। এখনও সিনেমাপ্রেমীদের কাছে গানটি সমান প্রিয়।

আরও পড়ুন………অস্কার মনোনয়নে দলিত দুই নারীর গল্প, ডকু ফিল্ম ‘রাইটিং উইথ ফায়ার’

পার্টি অল নাইট ( Party All Night )

বলিউডের অন্যতম ধামাকাদার গানের মধ্যে একটি হল এটি। সোনাক্ষি ও অক্ষয় কুমার অভিনীত এই গানটি সে সময় তুমুল জনপ্রিয়তা পায়। জানা যায় এই গানটি করার জন্য হলিউড থেকে নৃত্যশিল্পীদের আনা হয়। প্রায় ৬ কোটি টাকা খরচ করে এই গানটি বানানো হয়।

রাম চাহে লীলা ( Ram Chahe Leela )

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘রামলীলা’ সিনেমাটি বক্স অফিসে তুমুল সাফল্য এনে দিয়েছিল। এই সিনেমাটি ভারতীয় সিনেমার গর্ব। এই সিনেমায় ব্যবহৃত আইটেম সং ‘রাম চাহে লীলা’ এই গানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এই গানটির পেছনে কাড়ি কাড়ি টাকা ঢেলেছিলেন পরিচালক। শোনা যায় প্রিয়াঙ্কা চোপড়া এই গানটির জন্য নাকি বড় অঙ্কের বাজেট ধার্য করেছিলেন।

আরও পড়ুন…………ক্রিকেটার ঈশান কিষানের প্রেমিকা সৌন্দর্যে হার মানাবে নায়িকাদেরও, রইল ‘হট’ ছবি

পেয়ার কে বাজার ( Piya Ke Bazaar Mein )

বলিউডের দামী গানগুলোর মধ্যে এটি অন্যতম। ‘হামসাকাল’ সিনেমার এই আইটেম গানটির জন্য পরিচালক নাকি প্রায় ৪ কোটি মত টাকা ঢেলেছিলেন। এই গানটিতে নাকি ৫০০ এর বেশি আর্টিস্ট কাজ করেছিল।




Leave a Reply

Back to top button