অক্ষয় কুমারের ভাগ্নির হটনেস হার মানাবে বলি-সুন্দরীদের! ছবি দেখলে প্রেমে পড়বেন আপনিও

মন্টি শীল, কলকাতা : বলিউড অর্থাৎ বিনোদন জগতের এক অন্যতম দুনিয়া। সাধারণত এই বলিউড সিনেমার সঙ্গে সঙ্গে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মক্ষ্যে বেশ আলোচিত। আর এই আলোচিত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলো অক্ষয় কুমার (Akshay Kumar)। অক্ষয় ফিটনেসের সঙ্গে সঙ্গে একজন ব্যস্ততম অভিনেতা হিসেবে পরিচিত। এককথায় বলতে গেলে, ১২ মাসে ১৩ পার্বণের মতো প্রতি মাসে এটা করে সিনেমার কাজ শেষ করেন।
তবে, শুধু মাত্র এই অভিনেতাই নন তার সঙ্গে সঙ্গে অক্ষয় গোটা পরিবার খবরের শিরোনামে থাকেন। এতটাই প্রভাব তার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি বলিউডে এক নতুন উক্তি ভীষণ শোনা যাচ্ছে, আর সেটা হল স্বজনপোষন। বলিউডের একাধিক তারকাদের সম্পর্কে এই স্বজনপোষনের অভিযোগ উঠেছে। তবে এইবার খোদ অক্ষয় কুমারের নামে এই স্বজনপোষনের গুঞ্জন শোনা যাচ্ছে। আর তার অন্যতম কারণ হলো অভিনেতার ভাগ্নী। কিন্তু তাদের সম্পর্কের বিষয়ে আপনি জানেন?
জানা গিয়েছে, তার নাম হল নাওমিকা শরণ (Naomika Saran)। তিনি সম্পর্কে অক্ষয় স্ত্রী ট্রূইঙ্কেল খান্নার (Twrinkle Khanna)-র বোন রিঙ্কি খান্নার কন্যা। যদিও জানা গিয়েছে, তিনি বর্তমানে এই দেশে থাকেননা। সে তার মা সঙ্গে এই মুহূর্তে প্রবাসী। যদিও এই নিয়ে অস্থিরতার অন্ত নেই বলিউডে। রীতিমত ঘুম উড়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের। ইতিমধ্যেই নাওমিকা-র ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হয়েছে।
এমনকি ঘুম উড়েছে নেটিজেনদের। জানা গিয়েছে, ইংল্যান্ড বাসি নাওমিকা একজন দূর্দান্ত প্রতিভাবান নৃত্য শিল্পী। যদিও তার এই মুহূর্তে বলিউডে প্রবেশ করার কোন সম্ভাবনা নেই। কিন্তু সেটা কে পুরোপুরি ভাবে উড়িয়ে দিচ্ছেন না বলি দুনিয়ার তারকারা। কারণ স্বয়ং অভিনেত্রী ট্রুইঙ্কেল খান্নার বোন এবং ন্ওমিকার মা বলিউডে সিনেমায় অভিনয় করছেন।তাই তার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তবে সমালোচকরা বলছেন, আজ নয়তো কাল সিনেমার দুনিয়ার তিনি প্রবেশ করবেন তা নিয়ে কোন সন্দেহই নেই।