টাকার অভাবে একসময় কিনতে পারেনি চাল ডাল! আজ কোটি কোটি টাকার মালিক গোবিন্দা

হিন্দি ইন্ডাস্ট্রিতে সোনার ফসল ফলিয়েছেন যে কজন অভিনেতা তাদের মধ্যে অন্যতম হল অভিনেতা গোবিন্দা ( Govinda )। বলিউডের এই তুখোড় এই অভিনেতা ও কমেডি কিংকে চেনে না এমন মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী গোবিন্দা নিজের স্বপ্নকে সফল করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে। তার কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জেরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেন।

সেই সময় বলিউডের অন্যান্য যে সমস্ত প্রথম সারির অভিনেতারা ছিলেন রীতিমত তাদের সাথে প্রতিযোগিতা করেছিলেন এই সুপারস্টার। ৮০ ও ৯০ দশকে হিন্দি ইন্ডাস্ট্রিতে ( Bollywood Industry ) একের পর এক হিট ছবি উপহার দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপার হিরো হয়ে গিয়েছিল অভিনেতা গোবিন্দা ( Bollywood Actor Govinda )। ক্যারিয়ারের প্রথম দিকে যথেষ্ট পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র বাইশ বছর বয়সেই ৫০টি সিনেমায় হয়েছিলেন চুক্তিবদ্ধ।

Govinda
Govinda

আরও পড়ুন……ছবিতে শেকলবন্দি বেজি, আইনি ফেসাদে জড়ালেন শ্রাবন্তী, যেতে পারেন শ্রীঘরে

কর্মজীবনে উন্নতির মাধ্যমে তিনি নিজের আর্থিক অবস্তার উন্নতি সাধন করেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দেখলে অবাক হতে হয়। বহু সম্পত্তির মালিক তিনি। বলিউডের ধনী তারকাদের মধ্যে অন্যতম হলেন গোবিন্দা ( Most Successful Actor )। তার সংগ্রহে রয়েছে অনেক বিলাসবহুল দামী গাড়ি। বিদেশেও তার সম্পত্তির পরিমাণ অনেক। ছেলে মেয়েদের নামে তিনি আলাদা আলাদা বাড়ি করে রেখেছেন। প্রথম জীবনে অনেক কষ্ট করেছিলেন। পরবর্তীতে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরিয়ে আনেন।

Govinda
Govinda

আরও পড়ুন………টাইগার ৩ শ্যুটিং শুরু, শাহরুখ-‌সালমান জুটির অ্যাকসন সিকোয়েন্সে মজে ভক্তরা

বর্তমানে তিনি নিজে থাকেন কোটি টাকার লাক্সারি বাড়িতে। গাড়ি চড়েন বহুমুল্যের। নিজের স্ত্রীর জন্যও বরাদ্দ রেখেছেন বেশ মোটা অঙ্কের টাকা। বর্তমানে তিনি ১৩০ কোটি টাকার মালিক। অভিনেতা হিসেবে বহু সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন এই অভিনেতা।

Govinda
Govinda

এছাড়াও মুম্বাইতে অভিনেতার রয়েছে বেশ দামী কিছু ফার্ম হাউস ও বাড়ি। এই মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ আরও বেশি হবে। তার জীবন যাপনের ধরন মুকেশ আম্বানিদের থেকে কোনও অংশে কম নয়। তবে ক্যারিয়ারের প্রথম জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন এই অভিনেতা। সেই সময় ইন্ডাস্ট্রিতে তার মত পরিশ্রমি ও সফল অভিনেতা খুব কম ছিল।




Leave a Reply

Back to top button