সামান্য ঘড়ির দামই লাখ টাকা! বলি তারকাদের এই আজব শখ মাথা খারাপ করবে আপনারও

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমান যুগে প্রায় সব রকম কাজের জন্য প্রায় কিছু না কিছু গ্যাজেটস আছে। এছাড়াও ক্রমাগত নিত্যনতুন গ্যাজেটস আবিস্কার করে চলেছেন বৈজ্ঞানিকরা। আর কাজের সুবিধার জন্য সেই সব গ্যাজেটস ( Gadgets )-এর দিকে নজর সবার-ই। আট থেকে আশি ব্যবহারের জন্য সবারই এখন পছন্দ স্মার্ট প্রোডাক্ট। এক্ষেত্রে ব্যতিক্রমী নন হাই প্রোফাইল তারকারাও।
বলিউড হোক কিংবা হলিউড সব তারকাদেরই রয়েছে একাধিক অত্যাধুনিক নিত্যনতুন সব গ্যাজেটস। কিন্তু সব ক্ষেত্রে যে তাঁরা সব গ্যাজেটস ব্যবহার করেন এমনটা নয় ( Gadgets of Bollywood Actors )। এই গ্যাজেট বিনিয়োগের তালিকায় রয়েছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেকই। চলুন এই প্রতিবেদনে জেনেনিন বলিউড সুপারস্টারদের কাছে কী ধরনের গ্যাজেটস রয়েছে-
অমিতাভ বচ্চন-
লিস্টের প্রথমেই আছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। ৭৮ বছর বয়সে এসেও এখনকার তরুণদের তুলনায় প্রযুক্তি এবং গ্যাজেট সম্পর্কে তিনি বেশি জ্ঞানী। বিগ বি-র কাছে আইপ্যাড, ম্যাকবুকের মতো প্রায় অনেক গ্যাজেটই রয়েছে।
অভিষেক বচ্ছন–
বাবার অমিতাভের মতো অভিষেকেরও পছন্দ বিভিন্ন ধরনের গ্যাজেটস। রিপোর্ট অনুসারে জানা গেছে, অভিষেকের একটি বিদেশি হাতঘড়ি রয়েছে। যার দাম প্রায় ৪৭ লাখ টাকা। এছাড়াও ভারতে লঞ্চের আগেই তিনি যে আইপ্যাড ( iPad ) ব্যবহার করতেন, তা তিনি ব্যক্তিগতভাবে বিদেশ থেকে iPad। পাশাপাশি আরও বেশ কিছু দামী গ্যাজেটস ( Gadgets of Bollywood Actors ) রয়েছে তাঁর কাছে।
প্রিয়ঙ্কা চোপড়া-
এটা হয়তো অনেকেরই কাছে অজানা যে অভিনয়, মডলিং-এর পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া একজন অত্যন্ত ভালো ফটোগ্রাফার। কোনো জায়গা গেলেই তিনি সঙ্গে করে নিয়ে যান তাঁর নিজের ক্যামেরা। তাঁর নিজস্ব ক্যামেরা গুলির মধ্যে একটি নিকন ডি৯০ ( Nikon D90 ) ক্যামেরা রয়েছে। এবং এটাই তাঁর সবথেকে প্রিয় গ্যাজেটস। ক্যামেরাটির দাম প্রায় ৬০ হাজার টাকা।
কারিনা কাপুর খান-
এই তালিকায় বাদ নেই বেবো অর্থাৎ কারিনা কাপুর খানের নামও। একবার তাকে তার সবচেয়ে দামি গ্যাজেটটির গ্যাজেটটি কথা জিজ্ঞাসা করা হলে, তিনি স্বয়ং জানিয়েছেন তাঁর একটি অত্যাধুনিক স্টেট অফ আর্ট ল্যাপটপ রয়েছে ( Gadgets of Bollywood Actors )।
শাহরুখ খান–
বলিউড কিং শাহরুখ খান যাকে বলিউডের বাদশা বলা হয়, তিনি বাস্তব জীবনেও বাদশা। আইপিএল টিমের মালিকানা থেকে শুরু করে দুবাইয়ের ভিলা, সবই আছে তার। মাঝেমধ্যেই তিনি ছুটি কাটাতে যান তাঁর ওই দুবাইয়ের ভিলায়। তবে এটাও হয়তো অনেকে জানেন না, শাহরুখ খান নতুন গ্যাজেটসেও বিনিয়োগ ( Gadgets of Bollywood Actors ) করেন। তাঁর নিজের একটি ভিডিয়ো গেম সেটআপ রয়েছে। যেখানে অত্যন্ত দামি গেমিং কনসোল ব্যবহার করেন তিনি।
আর মাধবন-
এই সুপারস্টার নিজেই জানিয়ছিলেন যে প্রযুক্তির বিষয়ে তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তার চশমা রয়েছে যা শ্রবণযন্ত্রের মতো কাজ করে। এনিয়ে রীতিমতো চর্চার পাশাপাশি নতুন কোনও প্রযুক্তির ডিভাইস লঞ্চ হলে তিনি সেগুলি নিজের সংগ্রহে রাখেন। জানা গেছে তাঁর প্রায় অধিকাংশ ম্যাক প্রডাক্ট রয়েছে।