সিনেমা দিয়ে শুরু প্রেম-ভালোবাসা! বিয়ের পিঁড়ি পেরিয়ে আজ মা আলিয়া, কেমন ছিল এই যাত্রা?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি অনুরাগী মহলে বলিউডের এই দুই জনপ্রিয় তারকা ‘লাভবার্ড’ হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন। এই বলিউড তারকাদের মধ্যে গড়ে ওঠা দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক বেশ কিছু আগে দাম্পত্য জীবনে রূপ ধারণ করে। বর্তমানে তাঁরা একজন স্বামী স্ত্রী হিসেবে জীবনের এক নতুন পর্ব শুরু করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে, বলিউডের এই লাভবার্ডরা হলেন অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt )।
বর্তমানে তাঁরা একজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। তবে খুব সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) এর কাকা রবিন ভাট আলিয়া-র প্রথম প্রেম কাহিনী নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। যা শোনার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সমগ্র বিনোদন জগতে। সকলের কাছেই প্রশ্ন উঠতে শুরু করে কে সেই বিশিষ্ট ব্যক্তি?
জানা গিয়েছে, অভিনেত্রীর শৈশব জীবনের প্রথম প্রেম ছিল অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor )। মাত্র এগারো বছর বয়সে অভিনেতার প্রেমে মজেছিলেন আলিয়া। অভিনেত্রীর মতে, তাদের এই সম্পর্ক তাঁর কাছে যেন এক স্বপ্নের মতোন। অভিনেতাকে প্রথমবার পর্দায় দেখার পর সেদিনই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt )। অভিনেত্রীর মতে, পরিচালক সঞ্জয় লীলা বনশালি লীলা বনশালি পরিচালিত সিনেমার পর আলিয়ার একমাত্র ক্রাশ হয়ে উঠেছিলেন আলিয়া। এরপর অভিনেতার বরফি সিনেমা দেখার পর রীতিমতো গভীর প্রেমে ডুবে যান আলিয়া ভাট ( Alia Bhatt ) ।
View this post on Instagram
যদিও এরপর ২০১৪ সালে বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরের পরিচালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এর প্রতি থাকা ভালোবাসার কথা খোলামেলা ভাবে প্রকাশ করেন।
#RanbirAliaWedding | THROWBACK: #AliaBhatt really appears to have manifested her romance with #RanbirKapoor ❤️ pic.twitter.com/aiajicOO88
— Bollywood Buzz (@CricBollyBuzz) April 8, 2022
সম্প্রতি বলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা ব্রক্ষ্মাস্ত্র-তে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং আলিয়া ভাট ( Alia Bhatt )-কে। জানা গিয়েছে, এই সিনেমার জন্য পরিচালক ২০১৭ সালে প্রধান জুটির কাস্টিং করেছিলেন। সেই সময় থেকে বলিউডের এই দুই তারকা একে অপরের আরও কাছে চলে এসেছিলেন বলে মনে করেন অনেকেই।
View this post on Instagram
View this post on Instagram
শোনা গিয়েছিল, বলিউডের এই দুই লাভবার্ড অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) প্রথমবারের জন্য জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ের রিসেপশনে। এরপর একাধিক বার এই দুই তারকাদের লাঞ্চ এবং ডিনারে যেতে দেখা গিয়েছে। এমনকি, বলিউডের একাধিক শো এবং পারিবারিক অনুষ্ঠানে একত্রে দেখা গিয়েছে এই দুই তারকাদের।
View this post on Instagram
যদিও গত ১৪ ই এপ্রিল ২০২২ বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন এই দুই বলিউড তারকা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক গুঞ্জন রটেছিল, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) নাকি মাতৃ সম্ভবা। জল্পনার সূত্রপাত ঘটেছিল সোশ্যাল মিডিয়াতে করা একটি পোস্টকে কেন্দ্র করে। এমনকি বহু বলি তারকাদের পক্ষ থেকে আসতে শুরু করে শুভেচ্ছা বার্তা। তবে এই পোস্ট সম্পূর্ণ নিছক নাকি সত্যি করেই কাপুর পরিবারে সুসংবাদ আসতে চলেছে তা তো সময় আসলেই জানা যাবে। কিন্তু এর জেরে নেটদুনিয়া যে এই মুহূর্তে সরগরম তা বলাই যায়।