ভরদুপুরে কলকাতার রাস্তায় বলিউডের বিউটি! মেকাপহীন করিশ্মাকে দেখে তাজ্জব শহরবাসী

প্রত্যুষা সরকার, কলকাতা: বাঙালি মানেই প্রথমে যে কথাটা সবার আগে মাথায় আসে সেটা হল খাওয়া দাওয়া। তাই ভোজন রসিক বাঙালি বিশেষ করে চাইনিজ প্রেমী বাঙালিদের খুব পছন্দের একটা ডেস্টিনেশন হল চায়না টাউন ( chaina twon )। চিন অপছন্দের হলেও চাইনা টাউন কলকাতার খুব পছন্দের একটা জায়গা। ব্যস্ত কলকাতা ( kolkata ) শহরের এই এলাকার অলিতে গলিতে ভোজন রসিকের ভীড় জমে বিখ্যাত চাইনিজ খাবারের স্বাদ নিতে। কিন্তু বুধবার চায়না টাউন সরগরম ছিল একটু অন্য রকম, যদিও তার কারণও ছিল অন্য।

এদিন চাইনা টাউনের চিনা কালি মন্দিরের সামনে লোকে লোকারণ্য,একেবারে তিল ধারণের জায়গা নেই। পরনে কালো ফুল-স্লিভ শার্ট, ঢিলে প্যান্ট। চোখে রোদচশমা। দেখা মিললো কাপুর-কন্যা করিশ্মা কাপুরের ( karishma kapoor )। কানাঘুঁষো শোনা যাচ্ছে, ওখানে নাকি চলছে শ্যুটিং। আর সেই শ্যুটিং করতে তিলোত্তমায় হাজির হয়েছেন স্বয়ং করিশ্মা কাপুর (Karishma Kapoor)।

img 20220520 123230

নায়িকাকে একঝলক দেখবে বলে উদবিগ্ন হয়ে আছে তাঁর ভক্তরা। কাপুর-কন্যাকে একঝলক দেখার জন্য উপচে পড়ছে ভিড়। চিত্র সাংবাদিকদের, প্রোডাকশন হাউজের তরফ থেকে কঠোর ভাবে জানানো হল যেন কোনোও ছবি না তোলা হয়৷ কিন্তু কে শোনে কার কথা, সকলেই এক্কেবারে ক্যামেরা হাতে রেডি ছবি নেওয়ার জন্য। উপস্থিত জনতার লুক ঢাকতে কালো মাস্কে মুখ ঢেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন করিশ্মা (Karishma Kapoor)। ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন দেহরক্ষীরা। শট দেওয়া হলেই ম্যাকআপ ভ্যানে ছুটছেন করিশ্মা। অবশেষে লাঞ্চ ব্রেকের পর দেখা মিলল অভিনেত্রীর।

img 20220520 123129

প্রসঙ্গত, অভিনব দেও’র আগামী প্রজেক্ট ‘ব্রাউন’ ওয়েব সিরিজে অভিনয় করে ওটিটি প্ল্যাটফর্মের ময়দানে পা রাখতে চলেছেন করিশ্মা কাপুরের। এই সিরিজে তিনি ধরা দেবেন একজন গোয়েন্দার চরিত্রে। এদিন অভিনেত্রীর রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেল (Karishma Kapoor)। শুট শেষে প্রায় দৌড়ে ঢুকে গেলেন মেকাপ ভ্যানে। সামনে আরও কিছু দিনও শ্যুটিং চলবে বলেই খবর৷ সূত্রের খবর এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে টলিউডের খরাজ মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্তের মতো অভিনেতাদেরও।


আরও পড়ুন – গুটকা বিক্রির জেরে কারাবাস! বিগ বি, শাহরুখ সহ ৩ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের আদালতে

উল্লেখ্য, নব্বইয়ের দশকে করিশ্মা ছিনেল বলিউডের একজন সুপারহিট অভিনেত্রী। তাঁর নিজস্ব স্টাইল এবং দক্ষ অভিনয়ের জোরে তিনি বলিউডকে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট ছবি। অভিনেত্রী তাঁর (Karishma Kapoor) পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে থাকতেন। চলচ্চিত্রে কাজ করার সময় বলিউডের অনেক অভিনেতার সঙ্গেই নাম যুক্ত ছিল করিশ্মার। এই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও অভিনয় জগতে ফিরছেন করিশ্মা।

আরও পড়ুন – ‘সকালের ঘুম ভাঙতো তার হাতের চা খেয়ে’, ফাঁস হল পল্লবী দে-র জীবনের গোপন তথ্য




Leave a Reply

Back to top button