১) বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘নো মেক আপ’ লুকে চিনে নিন তাঁকে।
২) বলিউড ‘রানি’ আলিয়া ভাটের ‘নো মেক আপ’ ফটো! ‘হাইওয়ে’ সিনেমা থেকে গৃহীত হয়েছে ছবিটি।
৩) লাল স্যুট, উদাসী দৃষ্টি, হাতে কফি কাপ। চিনতে পারলেন তিনি অভিনেত্রী সারা আলি খান।
৪) বচ্চন পরিবারের বউ ও বলিউডের তাঁবড় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের এই ‘নো মেক আপ’ লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৫) বলিউড ডিভা করিনা কাপুরের ‘নো মেক আপ’ চ্যালেঞ্জ লুক! এই ছবিও ভাইরাল নেটপাড়ায়।
Follow us on
Back to top button