অভিনয় ছেড়ে শেষমেশ এই ব্যবসায়! কন্ডোম বিক্রি করে বিশ্ব রের্কড গড়লেন অভিনেত্রী নুসরাত

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের অন্যতম জগৎ বলিউড কিছু কিছু বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও এই আলোচনার মূলত বিভিন্ন রকমের বিষয় রয়েছে, যেমন বলি তারকাদের ব্যক্তিগত জীবন বা কোনও আসন্ন সিনেমা। আর আজকের এই আলোচনা মূলত বলিউডে আসন্ন সিনেমাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড পরিচালক জয় বসন্ত সিং (Jai Basantu Singh) পরিচালিত সিনেমা ‘জনহিত মে জারি’ (Janhit Mein Jari)।

সাধারণত এই বলিউড সিনেমাটি গড়ে উঠেছে মধ্যপ্রদেশ রাজ্যের এক শিক্ষিত সমাজের তরুণীর জীবন কাহিনীকে কেন্দ্র করে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণ যুবতী চাকরির খোঁজ করতে করতে এক কন্ডোম প্রস্তুতকারক সংস্থার দপ্তরে নিযুক্ত হন। সেখানে তার মূলত কাজ ছিল ওই সংস্থার দ্বারা নির্মিত বস্তুটি বিক্রি করা। এই কাজ করতে গিয়ে সেই তরুণীকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু সেই সমস্তকে জয় করে কিভাবে এগিয়ে চলেছেন সেটাই মূলত এই সিনেমাটির বিষয়বস্তু। সিনেমার এই সংগ্রামী তরুণীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nusrat bharucha)-কে।

1c42

খুব সম্প্রতি এই সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। আর তা দেখা মাত্রই দর্শক মহলের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রিল লাইফের মতো রিয়াল লাইফে অভিনেত্রীকে নেটিজেনদের তীব্র কটূক্তির মুখে পড়তে হয়। কিন্তু তাতে একেবারে পিছিয়ে নেই অভিনেত্রী। তিনি দিব্বি ব্যস্ত এই আসন্ন সিনেমার প্রচারে। আর এই বলিউড সিনেমাটির প্রচারের দরুন এক অভাবনীয় বিশ্ব রেকর্ড তৈরি করে ফেললেন অভিনেত্রী নুসরত ভারুচা (Nusrat bharucha)।

1c43

 

View this post on Instagram

 

A post shared by Anud Singh Dhaka (@anudsinghdhaka)

জানা গিয়েছে, ইদানিং কালে অভিনেত্রী তার সহ অভিনেতা অনুদ সিং (Anud singh) এবং সমগ্র টিম এর সঙ্গে সিনেমার প্রচারের জন্য জয়পুর গিয়েছিলেন। সেখানে একেবারে রাজস্থানি ট্রাডিশনাল লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এই সিনেমার প্রচার চলাকালীন স্থানীয় ছয় হাজার মহিলা একত্রে নুসরত-এর সঙ্গে নাচে অংশগ্রহণ করলেন। যা ইতিমধ্যেই মধ্যেই একটি বিশ্ব রেকর্ড বলে মান্যতা দেওয়া হয়েছে। অভিনেত্রীর এই স্মরণীয় মুহূর্ত ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নুসরতের এই কার্যকলাপ দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সমগ্র বলিউডের। ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে অভিনেত্রীকে কেন্দ্র করে। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার আগে এই ঘটনা যে অভিনেত্রীর কাছে অতিব স্মরণীয় তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button