লাল লেহেঙ্গার সঙ্গে গা ভর্তি গয়না! সিদ্ধার্থ শোক ভুলে বিয়ের সাজে শেহনাজ, কিন্তু পাত্র কে?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত সমগ্র নেট দুনিয়া এক গভীর আলোচনায় মগ্ন রয়েছেন। যার অন্যতম কারণ হল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল (Shenaaz Kaur Gill)। সাধারণত এই অভিনেত্রী প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla)-র ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন। তবে ইদানিং এই বলি অভিনেত্রীর করা বেশ কিছু সোস্যাল মিডিয়ার (Social Media) পোস্টের দরুন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

এমনকি বিগত কয়েক দিন আগে হয়ে যাওয়া ঈদের পার্টিতে অভিনেতা সলমন খান (Salman Khan)-এর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন শেহনাজ। তবে সম্প্রতি এই বহুল আলোচিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীদের মাঝে একেবারে ধরা একেবারে ভিন্ন রূপে। আর সেটা হল নববধূর সাজে (Bridal Look) নেটমাধ্যমে জনপ্রিয় হলেন শেহনাজ গিল (Shenaaz Kaur Gill)। যার জেরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু অনেকেরই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন এই সাজে সজ্জিত হলেন শেহনাজ (Shenaaz Kaur Gill)? যদিও এর উত্তর দিয়েছেন খোদ অভিনেত্রীর নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

20c52

সম্প্রতি আমেদাবাদ শহরে এক জনপ্রিয় সংস্থার তরফে ‘ফ্যাশন শো’-এর আয়োজন করা হয়েছিল। ওই শো-তে একজন শোস্টপার হিসেবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shenaaz Kaur Gill)। যেখানে অভিনেত্রী শেহনাজ (Shenaaz Kaur Gill) মাথায় বিন্দি, মাং টিকা, ঝুমকা, নাকের নথ সহ একটি কনের যাবতীয় গহনা। আর তার সঙ্গে সঙ্গে মানানসই লেহঙ্গা পড়ে একেবারে বিবাহিত কনের সাজে ফ্যাশন শো-এর রেম্প-এ হাঁটলেন শেহনাজ। সোস্যাল মিডিয়াতে তার এই অভিনব ভিডিও ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)


তবে এর মধ্যেও এক নতুন টুইস্ট ধরা অভিনেত্রীর পোস্টে। এদিন শুধুমাত্র রেম্প-এ হাঁটাই নয়। তার সঙ্গে সঙ্গে ওই ফ্যাশন শো-এর সংগঠক এবং অভিনেত্রীর ফ্যাশন ডিজাইনার সামন্ত চৌহানের সঙ্গে ‘সিধু মুসেওয়ালার’ গানে নাচ করলেন অভিনেত্রী। শেহনাজের নাচ দেখার পর রীতিমতো হাততালিতে গর্জে উঠেছিল ওই শো-এর প্রাঙ্গন। এমনকি অভিনেত্রী পোস্ট করা ভাইরাল ভিডিওকে কেন্দ্র আসতে থাকে নেটিজেনদের ভিন্ন ভিন্ন রকমের মন্তব্য। যার মধ্যে প্রসংশার ভাগটাই ছিল সবচেয়ে বেশি। তবে সমালোচকদের মতে, নেটমাধ্যমে অভিনেত্রীকে কেন্দ্র করে নেটিজেনদের বিভিন্ন কটূক্তির পর শেহনাজের (Shenaaz Kaur Gill) এই দিনের পোস্ট তাকে যে বাড়তি মনোবল জোগাতে সাহায্য করবে তা বলাই যায়।




Leave a Reply

Back to top button