উর্বশির গোপন কেচ্ছা নেট দুনিয়ায়! সমালোচকদের পাল্টা দিলেন হট কুইন

মন্টি শীল, কলকাতা : বিতর্কের আরও এক নাম যে বলিউড তা তার বলতে বাকি নেই। কারণ প্রায় প্রতিদিনই বলিউডের তারকারা বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের বিতর্কের সম্মুখীন হন। বিশেষত বলিউডের অভিনেত্রীরা। তার তাদের সাজ পোশাক, ব্যক্তিগত জীবন বা প্রকাশ্যে করা কোনও বিতর্কিত মন্তব্যকে ঘিরে খবরের শিরোনামে থাকেন। আর এই সমালোচিত বলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম নাম হল অভিনেত্রী উর্বশী রাউতেলা।

অভিনেত্রী উর্বশী রাউতেলা সৌন্দর্যে মাত গোটা বিনোদন জগত। এমনকি অভিনেত্রীকে দেখলে রীতিমতো হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যায় আট থেকে আশি সকলের। বলিউডের এই অভিনেত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন। সেটা কখনও হতে পারে তার ফ্যাশন সেগমেন্ট এর জন্য। আবার কখনও কোনও বিতর্কিত ঘটনার জন্য। যার দরুন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো নেটিজেনদের কটূক্তির শিকার হতে হয় অভিনেত্রীকে। যা এইবারেও কিছু বিপরীত ঘটল না।

18c51

আরও পড়ুন ….ফের সুদীপের ছবির রিমেকের ঘোষণা! ভাইজানের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে
আরও পড়ুন ….কারো যোগ্যতাই নেই এই ঘরে ঢোকার! বলিউডকে ফের এক হাত নিলেন কঙ্গনা

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই বলি অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, অভিনেত্রীর গলায় রীতিমতো লাভবাইট স্পষ্টতই দৃশ্যমান। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। তীব্র কটূক্তির মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এমনকি অনেকেই কটূক্তির সুরে যৌন সঙ্গমের অভিযোগও তুলেছেন। কিন্তু এই কটূক্তির মাঝে কিছুকিছু এমন প্রশ্ন উঠে এসেছে যা রীতিমতো ভাবতে বাধ্য করছে, যেমন অনেক নেটিজেনদের বক্তব্য ঠোঁটের লিপস্টিক গলায় পৌছল কীভাবে।


আরও পড়ুন ….রিল লাইফের হিরো, রিয়্যাল লাইফে ভীতু! ভয়কে জয় করতে পারেনি এই বলিউড তারকারা

যদিও এই সমালোচনার জবাব দিতে দেরি করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বলি অভিনেত্রী। উর্বশী তার ওই পোস্টে রীতিমতো ধুয়ে দিয়েছেন সমালোচকদের। যদিও তাতে কি আর বিতর্কের শেষ হয়। সম্প্রতি এই বলি অভিনেত্রী দুবাইয়ে এক অনুষ্ঠানে এক বিতর্কিত পোশাকের দরুণ নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। আর এই বার সঙ্গমের প্রসঙ্গ ফের একবার শিরোনামে নিয়ে এল অভিনেত্রীকে। তবে অনেকেরই মতে, হাজার বিতর্কের মধ্যেও অভিনেত্রী উর্বশী রাউতেলা তার ফ্যাশন সেগমেন্ট পাল্টাবে না। আর নেটিজেনদের সোশ্যাল মিডিয়াতে এই রকমের মন্তব্য যে ক্ষমা করবেন না তাও তিনি এইদিন বুঝিয়ে দিলেন।




Leave a Reply

Back to top button