পরিবার তৈরিতে অপেক্ষা করেননি, বিয়ের কয়েক মাসের মধ্যেই মাতৃত্ব উপভোগ করেছেন যে বলি অভিনেত্রীরা

রাখী পোদ্দার, কলকাতা : আবারও বলিউডে ভেসে আসল খুশির খবর। বাবা মা হতে চলেছেন আলিয়া ভাট ( Alia Bhstt) ও রণবীর কাপুর ( Ranbir Kapoor)। সোমবার নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে সেই সুখবরই ভক্তদের কাছে পৌঁছে দিলেন আলিয়া। এই খবরটি সামনে আসার পর থেকেই ভক্তদের সাথে সাথে ইন্ডাস্ট্রির বহু সেলিব্রেটিরাই অভিনন্দন আর ভালোবাসায় ভরিয়ে দেয় আলিয়ার কমেন্ট সেকশন। বিয়ের মাত্র দুমাসের মধ্যেই নিজের গর্ভবতী হওয়ার কথা প্রকাশ্যে আনলেন আলিয়া। তবে আলিয়া প্রথম এমন অভিনেত্রী নন, যিনি বিয়ের এক বছরের মধ্যেই সন্তানের জন্ম দেবেন। ইন্ডাস্ট্রিতে ( Bollywood) এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা কিনা বিয়ের এক বছরের মধ্যেই মা হয়েছেন। তাঁদের মধ্যে তো আবার কেউ কেউ আছেন যারা বিয়ের ৫ থেকে ৬ মাস পরেই জন্ম দিয়েছেন সন্তানের। আসুন জেনে নিন সেইসব অভিনেত্রীদের নাম।
দিয়া মির্জা ( Dia Mirza)
২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। মুম্বাইয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে করেন এই জুটি। বিয়ের ৫ মাস পর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে দিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেন। যদিও তাঁদের ছেলে ছিল একটি প্রি-ম্যাচিউর বেবি।
নেহা ধুপিয়া ( Neha Dhupia)
২০১৮ সালের ১০ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। বিয়ের সময়ই তিনি গর্ভবতী ছিলেন বলে অনুমান করছিলেন সকলে। যদিও তিনি বিষয়টিকে অস্বীকার করতে থাকেন। এরপর বিয়ের ৬ মাস পর অর্থাৎ ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। যা শুনে বেশ হতবাকই হয়েছিলেন সবাই।
কঙ্কনা সেন শর্মা ( Konkona Sen Sharma)
২০১০ সালের সেপ্টেম্বর মাসে রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা সেন শর্মা। গর্ভবতী হওয়ার দরুণ একপ্রকার তাড়াহুড়োর মধ্যেই বিয়েটা সেরে ফেলেন এই জুটি। বিয়ের ৬ মাস পর অর্থাৎ ২০১১ সালের মার্চ মাসে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।
লিসা হেডেন ( Lisa Haydon)
২০১৬ সালের অক্টোবর মাসে বয়ফ্রেন্ড ডিনো লালওয়ানিকে বিয়ে করেন লিসা হেডেন। বিয়ের ৬ মাস পর অর্থাৎ ২০১৭ সালের মে মাসে তিনি একটি পুত্র সন্তানের মা হন। বর্তমানে চলচ্চিত্র জগত থেকে দূরে পারিবারিক জীবন উপভোগ করছেন এই অভিনেত্রী।
রানী মুখার্জী ( Rani Mukherjee)
২০১৪ সালের এপ্রিল মাসে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। বিয়ের এক বছরের মধ্যে অর্থাৎ ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি কন্যা আদিরার জন্ম দেন। যদিও বর্তমানে বলিউড খ্যাত এই অভিনেত্রীকে আর খুব বেশি দেখা যায় না পর্দায়।
শ্রীদেবী ( Sridevi)
প্রয়াত অভিনেত্রী তথা বলিউড ডিভা শ্রীদেবীও মাতৃত্বের স্বাদ উপভোগ করেছিলেন বিয়ের একবছরের মধ্যেই। তিনি ১৯৯৬ সালের ২রা জুন বনি কাপুরকে বিয়ে করেন। এবং ১৯৯৭ সালের মার্চ মাসে জন্ম দেন কন্যা জাহ্নবী কাপুরের।