আলিয়া-সারাদের মতো নেপোটিজম নয়! নিজের দক্ষতায় সাফল্যের শীর্ষে জনি লিভারের কন্যা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক অন্যতম দুনিয়া হিসেবে পরিচিত বলিউড বেশ কিছু দিন যাবত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যার অন্যতম কারণ হল বলিউডের স্টার কিডরা (Starkid)। বলিউডে বিভিন্ন সময়ে নেপোটিজম তত্ত্ব বা স্বজনপোষণ এর বিষয় উঠে এসেছে এই স্টারকিডদের কারণেই। শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত জীবন-যাপন, বিভিন্ন বিষয় নিয়ে তৈরি বিতর্কের দরুন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতাদের কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন এই স্টারকিডরা। তবে সম্প্রতি বলিউডে যে স্টার কিড তার পরিচিতি গড়ে তুলেছেন তার সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও।
যারা নুন্যতম বলিউড সিনেমার সঙ্গে পরিচিত তাঁরা অনেকেই অভিনেতা জনি লিভার (Johnny lever)-এর সঙ্গে পরিচিত। বলিউডের এই সুপরিচিত কৌতুক অভিনেতা বিনোদনের জগতে এক বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন। জানা গিয়েছে, অভিনেতা তার কেরিয়ারের শুরু করেছেন দীর্ঘ জীবন সংগ্রামের মধ্যে দিয়ে। তবে শুধু মাত্র এই অভিনেতাই নন, তার কন্যা জেমি লিভার (Jamie lever) তার বাবার পথ অনুসরণ করেই সংগ্রামের মাধ্যমে নিজের যোগ্য সম্মান অর্জন করেছেন। একজন কমেডিয়ান হিসেবে জেমি এখনও পর্যন্ত মাত্র দুটি বলিউড সিনেমাতে অভিনয় করেছেন।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
কিন্তু অনেকেরই মতে একজন কৌতুক শিল্পী হিসেবে জেমি এক অন্যতম পরিচিত গড়ে তুলেছেন বলিউডে। তবে জানা গিয়েছে, একজন কমেডিয়ান হিসেবে বিনোদন জগতে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য অভিনেত্রীকে করতে হয়েছে যথেষ্ট জীবন সংগ্রাম। এমনকি একটা সময় শোনা গিয়েছিল, একজন তারকা সন্তান হিসেবে নিজের পরিচিত থাকা সত্তেও জেমি লিভার তাঁর বাবা জনি লিভারের কোনও সহায়তা নেননি। তিনি জীবনে যা যা পদক্ষেপ গ্রহণ করেছেন তা সবকিছুই নিজের শর্তেই করেছেন। জানা গিয়েছে, তার মূলত একটাই লক্ষ্য ছিল, একজন কৌতুক শিল্পী হিসেবে নিজের প্রতিভার জোরে নিজের পরিচিত গড়ে তোলা।
তবে অনেকেরই মতে অভিনেত্রী জেমি লিভার তার এই সিদ্ধান্তে তিনি রীতিমতো সফল। কৌতুক শিল্পী জনি লিভারের কন্যা জেমি লিভার সর্বপ্রথম অভিনয় জগতে প্রবেশ করছেন ২০১৫ সালে কমেডিয়ান কপিল শর্মা অভিনিত সিনেমা ‘কিস কিস কো পেয়ার কারুন’ এর মধ্যে দিয়ে। এরপর এই অভিনেত্রীকে দেখা গিয়েছে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘হাউসফুল ৪’-এ। তবে অভিনয়ের থেকেও কৌতুক অভিনেত্রী জেমি লিভারের মিমিক্রি জনসমক্ষে বিশেষ ভাবে আলোচিত। সম্প্রতি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান এবং সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের মিমিক্রি করে নেট দুনিয়াতে ভীষণ জনপ্রিয় হয়েছেন জেমি লিভার। তবে সমালোচকদের মতে, একজন তারকা সন্তান হওয়া সত্তেও, নিজের সংগ্রামে বিনোদন জগতে কিভাবে নিজের পরিচিত গড়ে তোলা যায় তার একমাত্র উদাহরণ জেমি লিভার।