সতেরো বছর পর পর্দায় ফিরছে ‘মুন্নাভাই ৩’? উত্তেজনা শুরু দর্শক মহলে

বড় পর্দায় ফিরছে 'মুন্নাভাই ৩'! প্রকাশ্যে ফার্স্ট লুক...

পূর্বাশা, হুগলি: চলতি বছরে বলিউডের গ্রাফ বেশ উর্ধ্বমুখী। পরপর হিট ছবি, বক্স অফিসে দেদার লাভ। সতেরো বছর আগে বড় পর্দায় এসেছিল
‘মুন্নাভাই এমবিবিএস’। পরিচালক রাজকুমার হিরানির হাতে গড়া এই ছবি তুমুল জনপ্রিয়তা ফেলে দর্শক মহলে। এরপর ‘লগে রাহো মুন্নাভাই’ ছবিটির জনপ্রিয়তাও আকাশছোঁয়া। এবার দর্শক মহলে ফের গুঞ্জন, পর্দায় ফিরছে ‘মুন্নাভাই ৩’।

India,Bollywood,Movie,Munna Bhai,Munna Bhai 3

কিন্তু কিভাবে শুরু এই গুঞ্জন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে
সঞ্জয়, আরশাদ ও পরিচালক হিরানি ছিলেন এক ফ্রেমে। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে মুন্নাভাই-এর টাইটেল ট্র্যাক। ভিডিয়োতে আরশাদকে দেখা যায় সঞ্জয়কে জড়িয়ে ধরতে। আর পরিচালকের গলায় শোনা যায়, “মুন্না ফিরে এসেছে”।

India,Bollywood,Movie,Munna Bhai,Munna Bhai 3

ভিডিয়ো দেখেই উত্তেজিত হয়ে উঠেছেন দর্শকরা।
দাবি উঠছে ‘মুন্নাভাই ৩’ ফিরছে। এদিকে আগ্রহ জিইয়ে রেখে পরিচালক বলেছেন “আমরা ফিরছি”। তবে কি সত্যিই ফিরছে মুন্নাভাই? চলছে জোর আলোচনা।




Leave a Reply

Back to top button