প্রকাশ্যে স্বামী গার্ল ও হাম্পটি শর্মা,এবার জুটি বাঁধতে চলেছেন বরুণ ও রশ্মিকা

রশ্মিকা মন্দানা বছরের শুরু থেকেই তার ফ্যানদের সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন। যে ছবিতেই হাত দিচ্ছেন তাই হয়ে যাচ্ছে ব্লকবাস্টার ও সুপারহিট। সদ্য মুক্তি পাওয়া সিনেমা “পুষ্পা: দ্য রাইজ” সিনেমাটিও বক্স অফিসে সোনার ফসল ফলিয়েছে। দিনকে দিন নিজের স্বভাবসিদ্ধ অভিনয়ের প্রতিভা দিয়ে দর্শক আসনে জায়গা করে নিচ্ছেন জনপ্রিয় দক্ষিনী তারকা রশ্মিকা মন্দানা ( Rashmika Mandanna new movie )। সুখবর এখানেই শেষ নয় । এবার তিনি আরও বড় চমক দিতে চলেছেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসছে একটি ছবি যেখানে রশ্মিকাকে দেখা গেছে বলিউডের চকলেটি বয় বরুণ ধাওয়ানের সঙ্গে ফ্রেম শেয়ার করতে। বোঝাই যাচ্ছে একসাথে কোনও প্রজেক্টে কাজ করছেন তারা।
আরও পড়ুন……নারী দিবসে মমতামাখা প্রদর্শনী বাংলা-জুড়ে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী প্রচার
জানা গেছে বলিউডের সব থেকে হার্টথ্রব বরুণ ও সাউথ ডিভা রশ্মিকা ( Rashmika Mandanna new movie )একসাথে একটি বিজ্ঞাপনে কাজ করতে চলেছেন। আর এই বিজ্ঞাপন সংক্রান্ত কাজের জন্যই তারা মুম্বাইয়ে একত্রিত হয়েছেন। আর এই খবর ফাঁস না হয়ে যায় কোথায়। পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল সেই মিষ্টি মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। দুজনের মুখেই চওড়া মিষ্টি হাসি। কালো রঙের লং স্রাগ ও সিলভার পার্টি ড্রেসে রশ্মিকাকে লাগছিল অপূর্ব সুন্দরী। অন্যদিকে ডেনিম জ্যাকেটে বরুণকে দেখাচ্ছিল সুপার কুল।
নেটিজেনরা ভাইরাল হওয়া সেই ভিডিওর নীচে কমেন্ট করে তাদের দুজনের বেশ প্রশংসা করেন। এর আগেও সাউথ ও বলিউড একত্রিত হয়ে বহু সুপারহিট কাজ আমাদের উপহার দিয়েছেন। এবারও তার অন্যাথা হবে না। নেটিজেনরা এই জুটিকে একসাথে সিনেমায় দেখতে চায় বলে কমেন্ট করেন। তবে হাঁ ভবিষ্যতে একসাথে কাজ করার যে প্রবল সম্ভাবনা রয়েছে তার ইঙ্গিতও আমরা পাচ্ছি এই জুটিকে দেখেই।
রশ্মিকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল “পুষ্পা: দ্য রাইজ” ( bollywood New movie )। এরপর তার হাতে আরও নতুন কিছু কাজ রয়েছে। “মিশন মজনু” বলে আসন্ন একটি নতুন ছবিতে সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এছাড়াও আরও অনেকগুলো কাজ রয়েছে এই অভিনেত্রীর হাতে। অন্যদিকে বরুণ দীর্ঘদিন বাদে আবারও পর্দায় আসতে চলেছে “যুগ যুগ জিও” সিনেমার হাত ধরে। এখানে তার বিপরীতে দেখা যাবে বলিউডের লাস্যময়ী কিয়ারা আডবানীকে। আসন্ন এই ছবিগুলোকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই।