Bollywood News : বলিউডের পারফেকশনিস্ট হয়েও ভুল করেছেন অনেক! একাধিক সুপারহিট সিনেমা রিজেক্ট করেছেন আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসাবে যে অভিনেতাকে সকলে চেনেন তিনি হলেন আমির খান( Bollywood News )। আর পাঁচটা অভিনেতার মত প্রতিবছর একাধিক সিনেমায় কাজ করেন না আমির। বছরে একটি সিনেমাই যথেষ্ট তার কাছে। তবে যে ছবিই করেন সেই ছবিই বক্স অফিসে সুপারহিট বলা যায়। কিন্তু মিস্টার পারফেকশনিস্টেরও ভুল হয়! বলিউডের একাধিক সুপারহিট ছবি রিজেক্ট করে দিয়েছিলেন আমির খান।হম আপকে হ্যায় কৌন থেকে শুরু করে ডিডিএলজে একাধিক এমন ছবি রয়েছে আমিরের রিজেক্ট লিস্টের তালিকায়( Bollywood News)। সেই ছবি করেই জনপ্রিয় হয়েছেন সালমান খান ও শাহরুখ খানের মত অভিনেতারা। আজ আমির খানের রিজেক্ট করে দেওয়া এমন কিছু সিনেমার সম্পর্কে আপনাদের জানাবো যেগুলি আমির করলে হয়তো অন্যরকমই হত।

১. নায়ক

Bollywood News

২০০১ সালের অনিল কাপুরের সুপারহিট ছবি নায়ক। এই ছবিটির জন্য প্রথমে আমির খানের কাছে অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অফার রিজেক্ট করে দেন। এদিকে এই ছবি করেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন অনিল কাপুর।

Bollywood News

২. হম আপকে হ্যায় কৌন

Bollywood News

সালমান খানের সুপার হিট ছবির মধ্যে অন্যতম ছবি হম আপকে হ্যায় কৌন। আজও ছবিটি সমানভাবে জনপ্রিয়। ছবিটি সালমান খানের আগে আমির খানের কাছে গিয়েছিল। কিন্তু তিনি ছবিটি রিজেক্ট করে দিয়েছিলেন।

Bollywood News

৩. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

Bollywood News

শাহরুখ খানের আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। কিন্তু ছবিটি প্রথমে শাহরুখ নয় বরং আমির খানের কাছে গিয়েছিল। আমিরের রিজেক্ট করে দেওয়া এই ছবিটিই শাহরুখ খানের সাফল্যের সিঁড়ি হিসাবে কাজ করেছিল।

Bollywood News

৪. দিল তো পাগল হ্যায়

Bollywood News

শাহরুখ খানের আরও একটি সুপারহিট ছবি দিল তো পাগল হ্যায়। মজার বিষয় হয় এই ছবিটিও প্রথমে আমির খানকে অফার করা হয়েছিল। কিন্তু আমির এই ছবিতে অভিনয়ের জন্য না করে দেন। এরপর ছবিটি শাহরুখ খানের ঝুলিতে গিয়ে পরে।

Bollywood News

৫. বাজরঙ্গি ভাইজান

Bollywood News

২০১৫ সালের সালমান খানের ব্লক বস্তার ছবি বাজরঙ্গি ভাইজান। ছবিতে সালমান খানকে দেখা গিয়েছিল। কিন্তু প্রথমে সালমান নয় আমির খানের সাথেই শুটিং হওয়ার কথা ছিল। তবে পরিচালকের অফার নাকচ করে দিয়েছিলেন আমির খান।

Bollywood News

আরও পড়ুন : Bollywood Movies : বিতর্কই করেছে সুপারহিট, রইলো বলিউডের সাত অত্যন্ত বিতর্কিত সিনেমা

 




Leave a Reply

Back to top button