কমে গিয়েছিল শো-এর সংখ্যা, বলিপাড়ার গুঞ্জন অরিজিতের জেরেই ক্যারিয়ারে ভাটা পড়েছিল কে কে’র

মন্টি শীল, কলকাতা : কে কে, অর্থাৎ বলিউড তথা সমগ্র বিনোদন জগতের রোম্যান্টিক সঙ্গীত শিল্পীদের অন্যতম। সঙ্গীত প্রেমিদের মনে রোম্যান্সের জাগরণ ঘটলে প্রথমেই কে কে (K K)-এর নাম সামনে আসে। কিন্তু সম্প্রতি বিনোদনের জগতে এক বিষন্নতার গাড় অন্ধকার ছড়িয়ে পড়েছে। আর এর অন্যতম কারণ হল, বলিউডের রোমান্টিক সঙ্গীত শিল্পীর অকাল প্রয়ান। গত মঙ্গলবার, অর্থাৎ ৩১ শে মে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন এই সঙ্গীত শিল্পী। জানা গিয়েছিল, এই দিন কলকাতার এক নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত এক অনুষ্ঠানে যোগ দিতে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

সেখানে তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত চিকিৎসার বন্দবস্ত করা হলেও সব বৃথা হয়ে যায়। ঘনিষ্ঠদের মতে তিনি আজীবন সঙ্গীতকে ভালবেসেছেন এবং জীবনের শেষ মুহূর্তেও সঙ্গীতকে সঙ্গে করে নিয়ে গেলেন কে কে (KK)। জানা গিয়েছে, এই বলিউড সঙ্গীত শিল্পী সঙ্গীতের দুনিয়াতে প্রবেশ করার আগে এক অদম্য জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করেছেন। এমনকি অর্থের দায়ে চাকরি করেছিলেন বিভিন্ন সংস্থাতেও। কিন্তু অদম্য চেষ্টার দরুন শেষমেষ সফলতার চাবিকাঠি আসে তাঁর হাতে।

1c23

সঙ্গীত শিল্পী হিসেবে কে কে বলিউডে প্রবেশ করেন ‘মাচিস’ সিনেমার জনপ্রিয় গান “ছোড় আয়ে হুম উঃ গালিয়ান”। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সঙ্গীত প্রেমিদের জন্য একের পর এক হিট গান উপহার দিয়েছেন কে কে। একাধিক অ্যালবাম এর সঙ্গে সঙ্গে করছেন একাধিক বলিউড সিনেমাতে প্লেব্যাক (Play back)। যার ফলে একটা সময় এমন এসেছিল যে রোমান্টিক গান মানেই সঙ্গীত প্রেমিদের কাছে ছিল কে কে। তবে সঙ্গীত শিল্পীর এই বিপুল জনপ্রিয়তা একটা সময় পরে ভাটা পড়ে যায়। আর এর অন্যতম কারণ হল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক নিত্যনতুন শিল্পীদের আগমন।

1c31

সমালোচকদের মতামত অনুযায়ী, বলিউড শিল্পী কে কে-এর জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল আরও এক সঙ্গীত শিল্পী তথা প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং (Arijit singh)-এর বলিউডে প্রবেশ করার পর। তাদের মতে, বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি-২ এর গান জনপ্রিয় হওয়ার পর থেকে কে কে-এর জনপ্রিয়তাতে ভাটা পড়তে থাকে। ইন্ডাস্ট্রির একদা দাপুটে শিল্পী একটা সময় পর ধীরে ধীরে একটা কোণায় আবদ্ধ হতে থাকে। তবে শুধু অরিজিৎ নয়, বলিউডের এইরকম অনেক শিল্পীরা রয়েছেন যাদের বিপুল জনপ্রিয়তার ভিড়ে হারিয়ে যান কে কে। তবে তাঁর অনুরাগী মহলের মতে, কে কে-এর জনপ্রিয়তা একটা সময় হ্রাস পেলেও তাঁর করা গানের জনপ্রিয়তা কখনো হ্রাস পায়নি। তাঁদের মতে, কে কে আর হয়তো আমাদের মধ্যে জীবিত নেই কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর সুর সর্বদা অমর থাকবে সঙ্গীত প্রেমিদের মনে।




Leave a Reply

Back to top button