ইডির নজরে শ্রদ্ধা কাপুর! মহাদেব বেটিংঅ্যাপ কান্ডে তলব তাঁকে
মহাদেব বেটিংঅ্যাপ কান্ডে বিভিন্ন তারকাদের পাশাপাশি এবার নাম জোড়ালো শ্রদ্ধা কাপুরের। তলব করলো ইডি।

শুভঙ্কর, মুম্বাই: ইডির চাপে ভুগছে শুধু রাজনৈতিক নেতা-নেত্রীরা নয়। এবার তাদের নজরে বলিউড তারকারাও। মহাদেব বেটিংঅ্যাপ কান্ডে রণবীর কাপুরের পর এবার নাম জোরালো শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুরের। জানা গিয়েছে, এবার তাকে তলব করেছে ইডি। তবে কখন তিনি হাজিরা দেবেন, সেই সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। রণবীর কাপুরকে এই মাসের ৬ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে, তবে তিনিও সেদিন উপস্থিত থাকবেন কিনা, সেই সম্বন্ধে কিছু জানা যায়নি।
তবে রীতিমতো চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, শুধু রণবীর কাপুর বা শ্রদ্ধা কাপুর নয়, ইডির কড়া দৃষ্টিতে রয়েছে বলিউড তারকা, শিল্পপতি সহ মোট ১০০ জন। সবার বিরুদ্ধে অভিযোগ এক। সেটা হলো আর্থিক লেনদেনের। এছাড়াও নাম জড়িয়েছে কপিল শর্মা, হিনা খান, হুমা কুরেশি, প্রমুখ অভিনেতা-অভিনেত্রীদের। তবে ঘটনাটি ঠিক কি? এই মহাদেব অনলাইন বেটিং অ্যাপ অপারেট করতেন ভিলাই এবং ছত্তিশগড়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকরার এবং রবি উপ্পল দুবাই থেকে। আরব আমিরশাহীতে সৌরভের বিয়েতে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহত ফতে আলি খান, আলি আসগর, বিশাল দাদলানি, এল্লি এভরম, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুশরত ভারুচা, কৃষ্ণা অভিষেক সুখবিন্দর সিং, প্রমূখ বলিউড তারকারা। এই বিবাহের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইডির রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপটি প্রোমোট করেছিলেন রণবীর কাপুর এবং তিনি কত টাকা পেয়েছেন সেটাই জানতে চান গোয়েন্দারা। তবে মনে করা হচ্ছে সৌরভের বিবাহে উপস্থিত সব বলিউড তারকাদের তলব করা হবে ইডির তরফ থেকে।
উল্লেখ্য, এই ব্যাটিং অ্যাপটিতে সবকিছু দেখা দেখা যেতো – নির্বাচনী ফলাফল, আবহাওয়া, ম্যাচ, ভবিষ্যদ্বাণী, বিভিন্ন গেম, লটারি, ইত্যাদি। এবার দেখার বিষয় শেষ অব্দি কাদেরকে তলব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারা পড়তে চলেছে মারাত্মক চাপে? কি লেখা আছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর সহ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের কপালে? এই সব কিছু জানা যাবে আগামী দিনগুলিতে।