সেন্সর বোর্ডের কাঁচির কবলে ‘OMG 2’! ‘অশ্লীলতার’ অভিযোগে বাতিল একাধিক দৃশ্য
সেন্সর বোর্ডের কড়া নজরে বাতিল 'ওএমজি 2' মুভির দৃশ্য

আসছে অক্ষয় কুমার অভিনীত মুভি ‘ওহ মাই গড ২’ (Oh My God 2)। অক্ষয় কুমারের এই ছবি ঘিরে প্রথম থেকেই চলছে আলোচনা। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন রয়েছে তেমনই বিতর্কও কম হচ্ছে না। জানা যাচ্ছে, সেন্সর বোর্ড ছবিটিকে
‘A’ সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ছবিটি দেখতে পাবেন প্রাপ্তবয়স্করা। তাছাড়া সেন্সর বোর্ডের কাঁচির কবলে পড়ে একগুচ্ছ সিন বাদ গিয়েছে মুভি থেকে। জানা যাচ্ছে, বিতর্কিত দৃশ্যে ঠাসা ‘ওএমজি ২’ মুভি থেকে বাদ গিয়েছে ২৫ টিরও বেশি দৃশ্য।
ছবিটি ঘিরে একাধিক অভিযোগ তুলেছে সেন্সর বোর্ড। অক্ষয় কুমারের ছবিকে ‘A’ গ্রেডের তকমা
দিয়ে সংরক্ষিত করা হয়েছে। সেন্সর বোর্ডের বক্তব্য, ‘ও মাই গড’ ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্য। অর্থাৎ পরিবার নিয়ে ‘ওএমজি ২’ দেখার ক্ষেত্রে স্পষ্ট ‘না’ সেন্সর বোর্ডের। জানা যাচ্ছে, সিনেমাটিতে থাকা ফ্রন্টাল নুইডিটি, কোর্টরুমে বিচারকদের সেলফি নেওয়া, ‘উজ্জ্বয়ন’ শহরের উল্লেখ সব ক্ষেত্রেই কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। এছাড়া, ছবির একটি দৃশ্যে ভগবানকে মদ উৎসর্গ করার ডায়লগটি বাদ দেওয়া হয়েছে। বাদ গিয়েছে ইঁদুরের বিষের বোতলে ‘ইঁদুর’ কথাটি। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ১১ অগাস্ট। ইতিমধ্যে ছবি মুক্তি নিয়েও সংশয় তৈরী হয়েছে।
এছাড়া জানা যাচ্ছে, ‘ওএমজি ২’ মুভির দৃশ্য হিসেবে মহাকাল মন্দিরে যে বেশ কিছু শ্যুট করা হয়েছিল সেই দৃশ্যগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে বলে মনে করা হচ্ছে। আর সে কারণেই সংশ্লিষ্ট দৃশ্যগুলি বাদ দেওয়ার দাবি তুলেছেন মহেশ শর্মা। তাঁর বক্তব্য, “দাবি মানা না হলে সারা দেশে বিক্ষোভ করবো।”সেন্সর বোর্ডের কড়া নজর যেভাবে ‘ওএমজি ২’ তে পড়েছে তাতে বেশ বিপাকে অক্ষয় কুমারের ছবি। এমনকি ছবিটি নিয়ে যথেষ্ট প্রত্যাশা থাকলেও বোর্ডের ‘A’ গ্রেড পড়ায় তা অক্ষয় কুমারের কেরিয়ারের প্রথম ‘এ’ ক্যাটাগরির ছবিতে পরিণত হয়েছে। প্রসঙ্গত, এর আগে প্রভাস-কৃতি অভিনীত ‘আদিপুরুষ’ ছবি নিয়ে শোরগোল পড়ে দেশে। তবে ছবি মুক্তির আগেই ‘ওএমজি ২’ নিয়ে এহেন বিতর্ক ভাবাচ্ছে সিনে কর্তৃপক্ষকে।