হোলিতে নজর কেড়ে বরাবর শীর্ষে থাকেন এই তারকারা, নিজেকে সেলেব লুকে রাঙ্গিয়ে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ

হোলি মানেই রঙ্গের উৎসব। আর এই উৎসবকে আরও বেশি বর্ণিল ও রঙ্গিন করে তোলে একটুখানি হালের ফ্যাশন ( celebrities eye-catching look )। ফ্যাশন সচেতন মানুষের জন্য হোলিতে নিজের ফ্যাশন সেন্স দেখানোর একটা বড় সুযোগ। তবে হাঁ হোলিতে কিভাবে নিজেকে সেরা লুক দেব, বন্ধুদের তাক লাগাব এইসব নিয়ে খুব একটা ঝক্কি নেওয়ার দিন শেষ। আমাদের সামনেই আছে বলিউড তারকাদের ( celebrities eye-catching look ) আদর্শ। হোলিতে বলিউড ( Bollywood ) তারকাদের চোখ ধাঁধানো স্টাইল বরাবরই নেটিজেনদের আকর্ষণ করে। অনুরাগী ও সমলোচকদের কাছে গসিপ থাকে কোন তারকার কোন লুক সেরা হল, আবার কোন তারকা বিতর্কের জন্ম দিল। আমার আপনার মত সকলেই চাই হোলিতেও একটু নজরকাড়া লুক আসুক, সকলের মধ্যমনি হয়ে উঠতে কে না চায়! আর তাই আপনাদের জন্য নিয়ে আসছি বেশ কিছু ফ্যাশনসচেতন তারকাদের ধামাকাদের লুক। এই লুক ফলো করেই আপনিও পারবেন প্রিয় তারকাদের মত আকর্ষণীয় ( celebrities eye-catching look ) হয়ে উঠতে।
আরও পড়ুন…………Holi 2022: হোলিকা দহনে শোধন, আর রঙে প্রেমময় মন, জানুন হোলিতে কি আর কি নয়
সোনম কাপুর
বলিউডের ফ্যাশনকুইন হিসেবে পরিচিত সোনম ( Sonam Kapoor ) সকলেরই বেশ প্রিয়। তিনি আরও বেশি প্রিয় তার ইউনিক ফ্যাশন সেন্সের কারণে। বরাবর নিজের আউটফিট ও মেকআপ দিয়ে সকলকে চমকে দেন সোনম। হোলিতেও তিনি এর ব্যাতিক্রম নন। হোলিতেও চেষ্টা করেন যে নিজের ইউনিক ফ্যাশন সেন্সকে টাচআপে রাখার। হোলিতে বহুবার অভিনেত্রীকে দেখা গেছে সাদা ডিজাইনার ড্রেসে ধরা দিতে। নেটিজেনরা সোনমের ড্রেসিং সেন্সকে খুবই সমীহ করেন।
প্রিয়াঙ্কা চোপড়া
এখন তিনি বিবাহসূত্রে ও গোত্রসূত্রে বিদেশি ঘরের বৌ হলেও নিজের সংস্কৃতি থেকে তিনি ( Priyanka Chopra ) কখনও বিচ্ছিন্ন হননি। প্রতিবারও যেমন অনন্য উপায়ে নিজেকে সকলের কাছে নতুনভাবে ধরা দেন এবারেও তার অন্যাথা হবে অভিনেত্রী জানিয়ে রাখলেন। হোলি অভিনেত্রীর কাছে অন্যতম একটি প্রিয় উৎসব। সর্বদা চেষ্টা করেন হোলিতে বেশ জমজমাটভাবে নিজেকে তুলে ধরার। অনুরাগীরাও বেশ পছন্দ করেন পিসির হোলি স্পেশাল লুক।
সানি লিওন
হোলিতে সানি কিন্তু একদমই ব্যতিক্রম নন। অন্যদের সাথে তিনিও স্বামী, সন্তান নিয়ে মেতে ওঠেন হোলির আমেজে। বলিউডের লাস্যময়ি এই অভিনেত্রী হোলি খেলতে কতটা ভালোবাসেন সেটা অভিনেত্রীর প্রোফাইল থেকেই বোঝা যায়। একেবারে ডিজাইনার দামী পোশাকে প্রতিবারই হাজির থাকেন সানি ও তার গোটা পরিবার। এবারেও দর্শক সানির নয়া লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আরও পড়ুন………………………পাঁচ রাজ্যে ভোট ভরাডুবি! সনিয়ার নেতৃত্বেই আস্থা কংগ্রেসের
বরুণ ধাওয়ান
অভিনেতাদের মধ্যে হার্টথ্রব ও সুপার হট হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। বরাবরই তিনি তাক লাগান তার হট ও হ্যান্ডসাম লুকের মাধ্যমে। যেকোনও অনুষ্ঠানেই নিজের ফ্যাশন সচেতন মনোভাবের জন্য সংবাদের শীর্ষে আসেন অভিনেতা। হোলিতেও একেবারে রঙ্গিন অবতারে হাজির হতে দেখা যায় তাকে। বেশ ক্রেজ ও কুল লাগে বরুণের এই স্টাইল। নেটিজেনরাও বেশ পছন্দ করেন বরুণের কুল লুকষ।
ভিকি কৌশল
অভিনেতা ভিকি কৌশলের স্টাইলকে বাজিমাত করে এমন অভিনেতা বলিউডে খুব কম। ভিকির চোখ ধাঁধানো আউটফিট লুকস যে কাউকে টেক্কা দিয়ে দেবে। খুবই সোবার লুকে দেখা যায় ভিকিকে। তবে এসবের মধ্যে যেকোনও অনুষ্ঠানেই তিনি তার অনবদ্য ফ্যাশন সেন্সের ক্যালমা দেখাতে ভোলেন না। হোলির মত রঙ্গিলা দিনেও তিনি বরাবর নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। দুধ সাদা ক্যানভাসের মত পাঞ্জাবীতে নিজেকে আরও বেশি মোহময়ি করে তোলেন।