Katrina Vickey Weeding: ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে সেরা ৫ বিদেশি ফল, রইল তালিকা

ভিকি ক্যাটরিনার বিয়ে এখন গুজব নয় বরং সত্যি। এর প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে সংবাদমাধ্যম থেকে উঠে আসা বিপুল খবরের সমারোহে। সেটা রাজস্থানে তাদের বিয়ের মণ্ডপ থেকে শুরু করে বিয়ের কার্ড, বিধিনিষেধ সবই। যদিও ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল এখনও অবধি নিজেদের বিবাহের বিষয়ে মুখ খোলেননি।
ইতিমধ্যেই জুটি সপরিবারে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছেন। এবং শুরু হয়েগেছে বিয়ের সব রীতিনীতি। বলাই বাহুল্য ভিকি এবং ক্যাটের বিয়ে বিশেষ আকর্ষণীয় হতে হতে চলেছে সকল নেটিজেন তথা বলিউডে। তাই বিশেষ খাবারের আয়োজন করেছেন তাঁরা নিজেদের আমন্ত্রিত অতিথিদের জন্য।

Katrina Kaif Vicky Kaushal wedding,Katrina Kaif Career,Katrina Kaif Bangla News,Katrina Marriage,Katrina-Vicky Marriage,Vicky kaushal Movies,Heartthrob Vicky kaushal,Vickat Bangla news,Bollywood Gossip,Bollywood Bangla News,Katrina Kaif Hot Pics,Vicky Kaushal's career,Bengali news of marriage,ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার,ক্যাটরিনা কাইফের বাংলা খবর,ক্যাটরিনার বিয়ে,ক্যাটরিনা-ভিকি বিয়ে,ভিকি কৌশলের সিনেমা,হার্টথ্রব ভিকি কৌশল,ভিকি কৌশলের পরিচয়,ভিক্যাট বাংলা খবর,বলিউড গসিপ,বলিউডের বাংলা খবর,ক্যাটরিনা কাইফের হট ছবি,ভিতি কৌশলের সেক্সি ছবি,ভিকি কৌশলের ক্যারিয়ার,বিয়ের বাংলা খবর

আরও পড়ুনঃKatrina-Vicky Wedding: আদৌও কী রাজযোটক ভিকি-ক্যাট, জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্বের হিসেব-নিকেশ

প্রাতরাশ থেকে রাতের খাবার সবকিছুই ঠিক হয়ে গেছে ইতিমধ্যেই। অতিথিদের জন্য বাহারি সবজি ও ফল আনানো হয়েছে। থাকছে রাজস্থানি আর পাঞ্জাবি ছাড়াও বিদেশি নানান বাহারি পদ।থাইল্যান্ড, ব্রাজিল, ফিলিপাইন ও তাইওয়ান থেকে আনানো হয়েছে সবজি আর ফল। ফলের মধ্যে আনা হয়েছে ফিলিপাইন থেকে অ্যাভোকাডো, থাইল্যান্ড থেকে বিশেষ একধরনের আঙুর আনানো হয়েছে। এই বিশেষ আঙ্গুরের দাম প্রতি কেজি ২ হাজার ৫০০ রুপি। ৩০ কেজি আঙুরের অর্ডার দেওয়া হয়েছে। ফিলিপাইন থেকে যে অ্যাভোকাডো আনানো হয়েছে তার দাম প্রতি কেজি প্রায় ১ হাজার ৫০০ রুপি। কর্ণাটক থেকে ১৫০ কেজি লাল কলা আনা হয়েছে। তাইওয়ান থেকে প্রতি কেজি ৬ হাজার ২০০ রুপি দামের মাশরুম আনানো হয়েছে।

সবজির মধ্যে ব্রাজিল থেকে সোনোফিস নামের এক বিশেষ সবজি আনানো হয়েছে। বেঙ্গালুরু থেকে ১৫ কেজি রসুন আনা হয়েছে। নাসিক থেকে ৪০ কেজি পেঁয়াজ আনা হয়েছে। জয়পুর থেকে আনা হয়েছে ২০ কেজি বিনস। এবং গাজর, টমেটো, মুলো, কাঁচা মরিচ স্থানীয় বাজার থেকে আনানো হয়েছে।
বিশেষ অতিথিদের জন্য পদের মধ্যে থাকছে দেশি বিদেশি উভয় প্রকারই। বিদেশি পদের মধ্যে রাখা হয়েছে পেরিপেরি পনির, টর্টিলা ওয়েফার, স্পিনাচ কর্ন, কাল স্লো সালাদ, ব্রকলি সালাদ, টাফু সালাদসহ ইত্যাদি। রাজস্থানের বিশেষ পদ হিসেবে রাখা হয়েছে ডাল-বাটি চুরমা, হলুদ আর ক্যায়ের-সাঙ্গরির সবজি।
১০ই ডিসেম্বর অবধি চলবে বিয়ের অনুষ্ঠান। গতকাল থেকেই সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের আসর বসে গেছে। যদিও ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহের কোনোরকম ছবি এখনও অবধি পোস্ট হয়নি কোনো সোশ্যাল মিডিয়ায়।




Back to top button