স্মরণে ‘শ্রীদেবি’,মায়ের স্মৃতিচারণায় কন্যা জাহ্নবী কাপুর

বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে এখন সবথেকে জনপ্রিয় তিনি। তরুণ প্রজন্মের মধ্যে তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। তার নাচের ভঙ্গি থেকে শুরু করে চোখের ইশারা সবেতেই যেন মোহিনী চাহনী। আজ তার জন্মদিন। যাকে নিয়ে এত বিশেষণ তিনি আর কেউ নয় শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর ( janhvi kapoor )। আজ তার ২৪বছর পূর্ণ হল। প্রতিবারের মতই এবারও পরিবারের ঘনিষ্ঠদের সাথে বেশ ঘটা করেই জন্মদিন পালন করলেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। লাস্যময়ি এই অভিনেত্রী কর্মজীবনে বেশ সফল ও অগ্রসর।

আরও পড়ুন………দুর্যোগ ত্রাণে তৈরী ড্রোন, শ্রীনগরের দ্বাদশ শ্রেণীর ছাত্রের বিষ্ময়কর সৃষ্টি

প্রতিবারের মত এবছরও জন্মদিনে মা’কে স্মরণ করলেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ( janhvi kapoor ) জানান যে,মা শ্রীদেবী বেঁচে থাকাকালীন জন্মদিন পালনের সময়গুলো বেশ অন্যরকম ছিল। মা বেশ যত্ন করে জন্মদিনের আয়োজন করতেন। এখনও ঘটা করেই জন্মদিন পালিত হয় তবে মায়ের উপস্থিতি সদা বিরাজমান। মায়ের কথা প্রসঙ্গেই অভিনেত্রী তার স্মৃতির পাতা থেকে তুলে আনেন তার মায়ের নানান কথা। অভিনেত্রী জানান মায়ের সব থেকে যে বিষয়টি তার মনে দাগ কাটে তা হল মায়ের সাজগুজের বিষয়টি। মা শ্রীদেবীকে তিনি লক্ষ্য করতেন কিভাবে তিনি মেকআপ করতেন । কিভাবে বিন্দি পরতেন। এই বিষয়গুলো ছোট্ট জাহ্নবীকে খুব আকর্ষিত করত। ছোটবেলা থেকেই তার সাজগুজের প্রতি জাহ্নবীর বিশাল আগ্রহ। লাস্যময়ী এই অভিনেত্রী ( janhvi kapoor ) অপেক্ষা করে থাকত কখন সে মায়ের মত সাজুগুজু করার উপযুক্ত হবে। এছাড়াও আরও একটি বিষয় জাহ্নবীকে ভাবাত কেন বাবা আসার আগেই মা শ্রীদেবী ঠোঁটে লিপস্টিক পরে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

শ্রীদেবীর আকস্মিক মৃত্যু বেশ নাড়িয়ে দিয়েছিল অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। মায়ের মৃত্যু এখনও মেনে নিতে পারেন না তিনি। সব ভালো জিনিসই তিনি মাকে সবার প্রথমে উৎসর্গ করেন তিনিই। যেহেতু জাহ্নবীর প্রথম ডেবিউ সিনেমার মুক্তির আগেই তার মায়ের মৃত্যু ঘটে,তাই প্রতিবারই সব কিছুর সুচনা তিনি মা’কে দিয়েই শুরু করেন বলে জানান। মা এর অনুপস্থিতে বোন এখন তার সব থেকে কাছের মানুষে পরিণত হয়েছে। ছোট বোনের সাথেই তিনি অবসর কাটাতে ভালোবাসেন। এছাড়াও বাবা বনি কাপুরও মেয়ের বন্ধুর মতই । মেয়ের সমস্ত আবদার পূরণে তিনি সদা প্রস্তত।

আরও পড়ুন……Ukraine- Russia War : ‘ইউক্রেনিয়ার শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়ান’, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি কাশ্মীরি ইউক্রেনিয়ানের

জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে “গুঞ্জন সাক্সেনা”,”গোস্ট স্টোরিস” এর মত সিনেমায়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে একজন পরিণত অভিনেত্রীর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। “গুঞ্জন সাক্সেনা”য় তার অভিনয় ছিল অনবদ্য ও অসাধারন। ক্যারিয়ারের একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছেন এই অভিনেত্রী। আপাতত তার নতুন প্রজেক্টের কোনও খোঁজ না পেলও অনুরাগিরা অপেক্ষায় আছেন তার নতুন কাজের জন্য।




Leave a Reply

Back to top button