আসছে জুনিয়র চৌধুরী! অভিনেত্রী দেবীণা অনুরাগীদের দিলেন সুখবর

ইন্ডাস্ট্রিতে এখন সুখের হাওয়া। দেবীণা ( Debina Bonnerjee ) ও গুরমিতের পরিবারে আসছে নয়া সদস্য। তাই আনন্দের ছোঁয়া লেগেছে চারিদিকে। বহু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে চলেছেন অভিনেত্রী দেবীণা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বেশ অনেকবার বলিউডের অন্দরে অভিনেত্রীকে ( Debina Bonnerjee ) নিয়ে গুজব ছড়াত। অভিনেত্রী অবশ্য এসবে কানই দেন না। অবশেষে তিনি নিজেই প্রকাশ্যে আনলেন তার মা হওয়ার খবর। স্বামী গুরমিতের ( Gurmeet Choudhary ) সঙ্গে ২০০৬ সাল থেকে প্রেম। সেই প্রেম অবশেষে বিয়েতে পরিণতি পায়। বিয়ের পর বেশ সুখেই সংসার করছেন অভিনেত্রী। বিয়ের দীর্ঘদিন বাদেই তারা সন্তানের পরিকল্পনা করেন। নিজেদের প্রেম থেকে বিয়ে সবই বেশ গোপনে সেরেছেন এই জুটি। তবে সঠিক সময়ে অনুরাগীদের সাথে সেসব শেয়ার করতেও ভুলেন না অভিনেত্রী ( Debina Bonnerjee ) । সন্তান আসার খবরও বেশ রাখ ঢাক করেই রেখেছিলেন। অবশেষে সঠিক সময়ে অভিনেত্রী এই খবর তার অনুরাগীদের সাথে শেয়ার করেন।
আরও পড়ুন…………সুইমশুটে যেন ছোট্ট মডেল, আরাধ্যার ফ্যাশনসেন্স দেখে হৈ চৈ নেটপাড়ায়
View this post on Instagram
প্রসঙ্গত অভিনেত্রী দেবীণার এটি দ্বিতীয় বিয়ে। এর আগেও একবার বিয়ে হয় অভিনেত্রীর। তবে সেই বিয়ে সুখের ও দীর্ঘস্থায়ী হয়নি। অনেক অশান্তি ও মানসিক বিকারের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীতে সেই বিয়ে থেকে আইনি বিচ্ছেদ করে নতুনভাবে জীবন শুরু করে অভিনেত্রী দেবীণা। ইন্ডাস্ট্রির অন্যতম হ্যাপি কাপলের মধ্যে এই জুটিকে সবার প্রথমে রাখা যাবে। দুজনের মধ্যে থাকা মিষ্টি মধুর সম্পর্ক বরাবর নেটিজেনদের মন কাড়ে। কিছুদিন আগেও গুরমিত স্ত্রী দেবীণার পায়ে জুতো পরিয়ে দিচ্ছে এই ছবিটি সে সময় বেশ ভাইরাল হয়। ছবির নীচে কমেন্ট পড়ে, স্ত্রী হিসেবে দেবীণা অত্যন্ত ভাগ্যবান গুরমিতের মত স্বামী পেয়ে।
আরও পড়ুন…………গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া-রনবীর, যমজ পোষাকে নিভৃতে যুগলবন্দি
অভিনেত্রী দেবীণা ও গুরমিত এক সময় হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিল। সে সময় দেবীণার ( Debina Bonnerjee ) অভিনয় নেটিজেনদের সত্যিই মন কেড়ে নিয়েছিল। অনেক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে এই অভিনেত্রী। অনেক মুখ্য চরিত্রে কাজ করেত দেখা গিয়েছে এই জুটিকে। গুরমিত নিজেও সে সময়ের সিরিয়ালের বেশ জনপ্রিয় ও হার্টথ্রব মুখ। বর্তমানে এই জুটি নিজেদের জীবনকে অনেক সংক্ষিপ্ত করে নিয়েছেন। তবে ভবিষ্যতে ভালো কাজ পেলে পর্দায় ফেরারা আশ্বাস দিয়েছেন।