মাদক না পেয়েও গ্রেফতার, “এটাই কি আমার পাওনা ছিল?”, চোখে জল নিয়ে প্রশ্ন শাহরুখ-পুত্র আরিয়ানের

প্রত্যুষা সরকার, কলকাতা: গত বছর ২০২১ এর অক্টোবরে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ ( shahrukh khan )-পুত্র আরিয়ান খান। তারপর থেকে এই খবর বেশ একটা চর্চার বিষয় হয়ে উঠেছিল দেশবাসীর কাছে। ছেলে গ্রেফতারের পর নানা রকম সমালোচনাও শুরু হয় বলিউডের বাদশা শাহরুখ খানের উপর। প্রায় একমাস জেলে থাকার পর অক্টোবরের ৩০ তারিখে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়ার পর ঘরে ফেরেন আরিয়ান। তারকা পুত্রের উপর অভিযোগ ছিল মাদক ব্যবসার।

মাদক পাচার, আন্তর্জাতিক মাদক ব্যবসার সঙ্গে যোগাযোগ রেখে চলার মতো নানা এনডিপিএস অ্যাক্ট (Narcotic Drugs and Psychotropic Substances) ১৯৮৫ অনুসারে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, মাদক পাচার, আন্তর্জাতিক মাদক ব্যবসার সঙ্গে যোগাযোগ রেখে চলার মতো নানা কাজে। যার শাস্তিতে ৬ মাস থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।

img 20220611 110349

প্রথমে আরিয়ানের মামলা তবে এনসিবি-র মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের উপর থাকলেও, নভেম্বরেই তাঁর উপর ঘুষ নেওয়ার অভিষোগ ওঠে। এরপর এই তদন্তভার চলে যায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)-এর হাতে। আর এবার প্রায় ৭ মাস পর ২০২২ সালের ২৮ মে কোনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে এই বিষয় নিয়ে কোনদিন কিছু বলেননি শাহারুখ পুত্র ( Aryan khan )। কিন্তু এবার মাদক মামলা নিয়ে মুখ খুললেন তিনি।

ইন্ডিয়া টুডে নামক একটি ম্যাগাজিনের কভার স্টোরিতে, ‘লেসন ফ্রম দ্য আরিয়ান খান কেস’ শিরোনামে, রাজ চেঙ্গাপ্পা, এনসিবি-র ডেপুটি ডিরেক্টর-জেনারেল সঞ্জয় সিং, যিনি এসআইটি প্রধান ছিলেন, তার তদন্তের সময় আরিয়ান খান এবং শাহরুখ খানের ( shahrukh khan ) সাথে তার কথোপকথন প্রকাশ করেছেন। সঞ্জয় সিং জানিয়েছেন তিনি আরিয়ানের থেকে এরকম ‘আত্মা ছুঁয়ে যাওয়ার মতো প্রশ্ন’ আশা করেননি। তিনি বলেছিলেন যে তিনি আরিয়ানকে আশ্বস্ত করে স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করে বলেছিলেন যে, ‘আমি খোলা মনে তোমার সব কথা শুনব’।

img 20220611 110943

পরে অবশ্য আরিয়ান তাঁর মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলেন, ‘স্যার, আপনি আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী হিসাবে চিত্রিত করেছেন, যে আমি মাদক পাচারে অর্থায়ন করি — এই অভিযোগগুলি কি অযৌক্তিক নয়? সেদিন তারা আমার কাছে কোন মাদক খুঁজে পায়নি, তবুও তারা আমাকে গ্রেফতার করে। স্যার, আপনারা আমার সাথে খারাপ করেছেন এবং আমার সুনাম নষ্ট করেছেন। কেন আমাকে এত সপ্তাহ জেলে কাটাতে হয়েছিল – আমি কি সত্যিই এটির যোগ্য ছিলাম?’

জানাগেছে তদন্ত চলাকালীন সঞ্জয় সিং জানতে পারেন অভিনেতা শাহরুখ খান ( shahrukh khan ) তাঁর সঙ্গে দেখা করতে চা । যেহেতু তিনি অন্য অভিযুক্তদের মা-বাবার সঙ্গে দেখা করেছেন। এরপর যখন শাহরুখ আর সঞ্জয়ের দেখা হয়, বলিউডের বাদশা ছেলের মানসিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তাঁর কাছে। জানান, আরিয়ান রাতে ভালো করে ঘুমোতে পারছে না। তাঁকে আরিয়ানের বেডরুমে যেতে হচ্ছে ছেলেকে সঙ্গ দিতে।




Leave a Reply

Back to top button