রাজ কাপুর, শাম্মি কাপুর, শশী কাপুরকে তো চেনেন! তাঁদের ‘আসল’ নাম বলতে পারবেন?

কাপুর পরিবারের সুপারস্টারদের নাম বদল হয়। কি ছিল তাঁদের আগের নাম?

পূর্বাশা, হুগলি: বছর বছর ধরে বলিউডে আধিপত্য রেখেছেন কাপুর সদস্যরা। ক্রমে তাঁরা হয়ে উঠেছেন বলি সুপারস্টার। পৃথ্বীরাজ কাপুর থেকে আজকের রনবীর কাপুর দীর্ঘ প্রজন্মের ইতিহাসে তাঁরা সিনে ঐতিহ্য বুনেছেন পর্দায়। তবে তাঁদের আসল নাম আমাদের অনেকেরই অজানা। আসুন আজকে জেনে নিই সেই সকল অজানা তথ্য।

Bollywood,Kapoor Family,Real age

কাপুর বংশের প্রথম তারকা ছিলেন পৃথ্বীরাজ কাপুর। ভারতীয় সিনেমাকে তিনি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। কাপুর পরিবারের একটি নিয়ম হল প্রত্যেকের নামের মধ্যে থাকবে ‘রাজ’ শব্দটি। সেইমতো নাম রাখা হলেও তাতে হরেক অদল-বদল করা হয়। যেমন, রাজ কাপুর (Raj Kapoor) হলেন পৃথ্বীরাজ কাপুরের বড় সন্তান। তাঁকে বলা হত ভারতীয় সিনেমার ‘চার্লি চ্যাপলিন’। তাঁর ‘আসল’ নাম রনবীর রাজ কাপুর হলেও তিনি পরিচিত হয়েছেন ‘রাজ কাপুর’ নামে।

Bollywood,Kapoor Family,Real age

পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় সন্তানের নাম ছিল ‘শমশের রাজ কাপুর’। কিন্তু তিনি তাঁর পুরো নাম ব্যবহার করতেন না। সিনে জগতে তিনি পরিচিত হন শাম্মি কাপুর (Shammi Kapoor) হিসেবে।
পৃথ্বীরাজ তথা ‘রাজ কাপুরের’ কনিষ্ঠ সন্তানের
নাম ছিল ‘বলবীর রাজ কাপুর’ পরবর্তীতে এই নাম বদলে রাখা হয় শশী কাপুর (Sashi Kapoor)। এই নামেই পরিচিত হন তিনি।




Leave a Reply

Back to top button