২) তাঁর এক ঝলকেই কাত হয়েছেন দর্শকরা। ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন দীপিকা।
1/5
৩) কিন্তু শাহরুখের এই সুপারহিট ছবি থেকে কত কোটির আয় করেছেন অভিনেত্রী? ফাঁস করলেন নিজেই।
2/5
৪) দীপিকা জানিয়েছেন, শাহরুখ তার ব্যক্তিগত জীবনের অন্যতম কাছের ও প্রিয় বন্ধু। তাই শাহরুখের ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজের জন্য কোনো অর্থ নেবেন না তিনি।
3/5
৪) অর্থাৎ কোটি কোটি টাকার পারিশ্রমিকের বদলে বন্ধুত্বের দাম যে বেশি তাই বুঝিয়ে দিলেন দীপিকা।