সিনেপাড়ায় জল্পনার সুবাস! সামনের বছরই Don 3-এর সাথে এন্ট্রি নেবে বলিউড কিং শাহরুখ খান

রাখী পোদ্দার, কলকাতা : শাহরুখ খান যাকে বলিউডের কিং অব রোমান্সও বলা হয়। তবে বেশ কয়েকবছর কেটে গেলেও কোনো বলিউড সিনেমায় তাঁর দেখা মেলেনি। তবে এবার দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমা হলগুলো কাঁপাতে পর পর রিলিজ করতে চলেছে শাহরুখ খানের ( Shah Rukh Khan) একের পর এক ছবি। প্রথমে পাঠান, তারপর ডানকি, তারপর জওয়ান। তবে এই কিং অব রোমান্সকে যে নেগেটিভ চরিত্রেও বেশ মানায় তার অভিজ্ঞতা আমরা পেয়েছি অনেক আগেই। নেগেটিভ চরিত্রেও যে তিনি বাজিমাত করে দেন তারই প্রমাণ হল শাহরুখ খান অভিনীত ‘বাজিগর’, ‘ডর’ এবং ‘ডন’ ( Don)। এক্ষেত্রে ‘ডন’ মুভির যখন উল্লেখ উঠেছে তখন শাহরুখ ভক্তদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। শোনা যাচ্ছে, ২০২৩ সালে নাকি আসতে চলেছে ডন ফ্রেঞ্চাইজির আরেকটি মুভি ‘ডন ৩’ ( Don 3)। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। ইতিমধ্যেই নাকি এই সিনেমাটির ওপর কাজও শুরু করে দিয়েছে ছবির নির্মাতারা।

২০০৬ সালে প্রথম যখন শাহরুখ ( Shah Rukh Khan) অভিনীত ‘ডন’ সিনেমাটি আসে তখন তাঁর আইকনিক চরিত্র, লুক, স্টাইল সবকিছুই এক্কেবারে তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। এছাড়াও ডন সিনেমাতে শেষে যে টুইস্ট ছিল তা আরও বহুগুণ খিদে বাড়িয়ে দিয়েছিল দর্শকদের এর পরবর্তী পার্ট দেখার জন্য। এরপর ২০১১ সালে ‘ডন ২’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যায় আরও একটি দমদার অবতারে। ‘ডন ২’ সিনেমাটি মুক্তি পেয়েছে আজ ১১ বছর হয়ে গেলেও দর্শকদের মধ্যে কিন্তু এর তৃতীয় পার্ট দেখার আগ্ৰহ কমেনি বিন্দু মাত্রও। আশা করা হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে এর তৃতীয় পার্ট।

সম্প্রতি, সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা এবং ডন সিনেমার প্রযোজক, রিতেশ সিধওয়ানি ( Ritesh Sidhwani) টুইটারের মাধ্যমে ফারহান আখতারের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ফারহানকে ল্যাপটপে কিছু কাজ করতে দেখা যাচ্ছে। এই ছবিটি শেয়ার করে সিধওয়ানি ক্যাপশনে লিখেছেন, ফারহান ১০০ শতাংশ কাগজ থেকে ল্যাপটপের ধারণা পাওয়ার দিকে মনোনিবেশ করেছেন। অনেকদিন পর আবার লেখালেখিতে ফিরেছেন। শনিবার চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানির ছবিতে অভিনেতাকে দেখা যায় তাঁর লেখক মুডেই থাকতে। আর ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একটাই প্রশ্ন ভাবিয়ে তুলছে তবে কি ফারহান ‘ডন ৩’ ( Don 3) এ কাজ করা শুরু করে দিয়েছে?

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অমিতাভ বচ্চন অভিনীত ডনের প্রথম ভাগটি মুক্তি পায় ১৯৭৮ সালে। সেই ছবিটি লেখার দায়িত্বে ছিলেন ফারহান আখতারের বাবা জাভেদ আখতার। এরপর ২০০৬ এবং ২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘ডন’ ( Don) ফ্রেঞ্চাইজি। যা কিনা লেখার দায়িত্বে ছিলেন খোদ ফারহান আখতার। আর প্রযোজনার দায়িত্বে ছিলেন রিতেশ সিধওয়ানি। আর তাই রিতেশ সিধওয়ানির শেয়ার করা ছবিতে ফারহান আখতারকে ল্যাপটপে কাজ করতে দেখে দর্শকদের সন্দেহ হয়েছে তীব্র। যদিও এখনও পর্যন্ত এই সিনেমার আনুষ্ঠানিক প্রচার করেননি কেউই।




Leave a Reply

Back to top button