৬০ দিন ধরে খিচুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি,কেন জেনে নিন পুরো ঘটনা!

অটল চরিত্রে অভিনয় করতে গিয়ে ৬০ দিন ধরে খিচুড়ি খেয়ে কাটাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

অটলের বায়োপিক (Biopic)শ্যুটে ৬০ দিন খিচুড়ি খেয়ে পঙ্কজ!  কেন এরকম করলেন অভিনেতা জানলে অবাক হবেন! প্রসঙ্গত,প্রয়াত এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ। রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’-র কাজ চলছে জোর কদমে। আর সেই শ্যুটিংয়েরই মনকাড়া গল্প নিয়ে হাজির হলেন উচ্চ প্রশংসিত অভিনেতা।

Bollywood,Main atal hu,Pankaj Tripathi,Movie,biopic,shoot,Acting,Actor
জাতীয় পুরস্কারজয়ী (National award)। গোটা দেশে প্রশংসিত। তাও পা দু’টি কিন্তু মাটিতেই। গ্রামের বাড়িতে গিয়ে উনুনে রান্না করতেও দ্বিধাবোধ হয় না। এমনই মাটির মানুষ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) । বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন ইতিমধ্যেই। খিচুড়ি খেয়ে সারাদিন কাটিয়েছেন পঙ্কজ। অটল বিহারীর চরিত্রটি আরও ভাল করে আত্মস্থ করার জন্য এই সিদ্ধান্ত অভিনেতার।

পঙ্কজের কথায়, ‘‘অটল-এ আমি মোট ৬০ দিন শ্যুট করেছি। আর ওই ৬০টি দিন (Sixty Days) কেবল খিচুড়ি খেয়ে থেকেছি। আর সেটা নিজেই রান্না করেছি।’’ ‘অন্য কেউ বানালে বা রেস্তরাঁ থেকে আনালে তাতে উপাদান কী দেবে না দেবে, তা তো জানা যায় না। আমি একদম তেল বা মশলা কিছু দিইনি। শুধু ডাল, চাল আর যেখানে যখন যা সব্জি পাওয়া যায়, সেটা দিয়েই করি।’’ ত্রিপাঠী বলেন, “একজন অভিনেতা হিসাবে, আপনার পেট যদি ভাল না থাকে এবং আপনি অস্বাস্থ্যকর কিছু খান, এবং মনে করেন যে আপনি আবেগপ্রবণ হতে পারবেন, তাহলে সেটা ভুল। এ কারণে শ্যুটিংয়ের দিনে আমি শুধু খিচুড়ি খাই। মস্তিষ্ক এবং শরীরের সামঞ্জস্য তৈরির জন্য খাওয়া দরকার।”




Leave a Reply

Back to top button