দুঃখের দেশে হাসির রাজা তিনি! এক বেলার ভাত জোটাতে আর ভাঁড়ামি করতে হয় না জনি লিভারকে

জয়িতা চৌধুরী, কলকাতা: ভারতের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে জনি লিভারের (Johnny Lever) নাম সবার প্রথমে মনে আসে। কমেডির পাশাপাশি তিনি দুর্দান্ত অভিনয়ও করেন। বড় পর্দার দাপুটে অভিনেতাদেরকেও রীতিমতো টেক্কা দিয়ে থাকেন জনি। গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের ‘কমেডি কিং’-এর তাজখানি রয়েছে জনি লিভারের জিম্মায়। কমেডি টাইমিং ছাড়াও তাঁর মুখভঙ্গি দেখে হাসি চেপে রাখতে পারেন, এমন দর্শক প্রায় নেই বললেই চলে।
কিন্ত জানেন কি এই হাসির রাজার জীবনের ইতিহাস? ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন জনি লিভার। একসময় বাবার হাত ধরেই মুম্বাই মায়ানগরীতে পা দিয়েছিলেন তিনি। যদিও সিনেমা করার ইচ্ছে কোনো কালেই ছিল না তার। এসেছিলেন হিন্দুস্তান লিভার কোম্পানিতে কাজের সূত্রে। কাজের ফাঁকে সহকর্মীদের সাথে হাসি- ঠাট্টায়ে মেতে থাকতেন। বিভিন্ন অভিনেতার নকলও করতেন তিনি। এইভাবে ধীরে ধীরে স্টেজ পারফরম্যান্স শুরু করেন তিনি।
ব্যস স্টেজ তার স্টেজ পারফরম্যান্স দেখে সুযোগ পান সিনেমায়ে। আর পিছন ফিরে তাকাতে হয়নি জীবনে। সাহস করে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সিনেমায় অভিনয় করলেন জনি লিভার। তাঁর অভিনয় মন ছুঁয়ে গেল প্রতিটি দর্শকের।সকলের মুখ থেকেই প্রশংসা পেলেন এই অভিনেতা। পাশাপাশি হিন্দুস্তান লিভারে কাজ করার সুবাদে তাঁর নাম বদলে হয়ে গেল জনি লিভার। আর্থিক ভাবে খুব একটা সচ্ছল পরিবার থেকে আসেননি জনি। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশুনার পর একটা সময় কাজের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতেন কলম।
পাশপাশি নামী দামী শিল্পীদের নকল করে কিছু পয়সা উপার্জন করতেন। এর থেকে দিনে তিনি ৫ টাকা করে উপার্জন করতেন তিনি। সেইসময় ৫ টাকা অনেক ছিল তাঁদের পরিবারের কাছে। এই সূত্রে খবর, একদিন জনি লিভারের শো দেখতে আসেন সুনীল দত্ত। আর সেখানে জনি লিভারের অনুষ্ঠান দেখে তাঁকে ভীষণই খুশি হন তিনি এবং ছবিও অফার করেন।‘দর্দ কা রিশতা’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় জনি লিভারকে।
এই অবধি ৩৫০ টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন এই অভিনেতা। ১৪ বার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ( filmfare award )। বিয়ে করেছেন সুজানা জানুমালাকে। তাদের আবার দুই সন্তানের বাবাও তিনি। জনি লিভার ও সুজানা জানুমালার দুই সন্তান। জনি লিভারের মেয়ে জ্যামি লিভারও ( Jammy Lever ) একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং তাঁর ছেলের নাম জেসি, তিনিও অভিনয় জগতে আসারই ইচ্ছা প্রকাশ করেছেন।