বলি তারকাদের অনেক সন্তানই দত্তক নেওয়া জানেন কি কে কে এই তালিকায় রয়েছেন

সন্তানদের শুধু দত্তক নেননি, নিজেদের নাম পরিচয় দিয়ে সমাজের প্রতিষ্ঠা করে তুলেছেন। সেই তারকাদের দেখে নেওয়া যাক

শুভঙ্কর, কলকাতা: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সন্তান প্রেমের কথা প্রত্যেককে জানেন। মুম্বাই কাঁপানো মিঠুন চক্রবর্তীর হৃদয়ের কলিজা তার মেয়ে দিশানি। তাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারেননা এই অভিনেতা। তবে অনেকেই জানেন না, দিশানি কিন্তু মিঠুনের নিজের সন্তান নয়। তাকে ডাস্টবিন থেকে তাকে কুড়িয়ে আনেন অভিনেতা। তারপরে আইনি মত অনুসারে নিজের মেয়েকে গ্রহণ করেন তিনি। সুস্মিতা সেন (Sushmita Sen) সেন বিশ্বের অন্যতম সেরা সুন্দরী। তিনি এখনো পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ না হলেও। যে সন্তান রয়েছে সেটা অনেকেই জানে। তবে এই সন্তান তার নিজের নয়। দত্তক নেওয়া। খুব কম বয়সে দু’টি মেয়েকে দত্তক নিয়েছিলেন তিনি। রেনে এবং আলিশাকে ঘিরেই এখন চলে অভিনেত্রীর জীবন। খুব কম মানুষই জানেন, মেয়েদের আপত্তির জন্যই আজ পর্যন্ত বিয়ে করেননি সুস্মিতা।

সানি লিওন(Sunny Leone)- নীল ছবি অন্ধকার দুনিয়া থেকে বলিউডের প্রচারের আলোয় এসেছেন সানি। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সবার কাছে এখন পরিচিত মুখ তিনি। সেই সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন। তখন সেই শিশুকন্যার বয়স ছিল মাত্র ২১ মাস। এরপরেও আরো দুজনকে দত্তক নিয়েছেন তিনি। রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী রবীনা ট্যান্ডন। তিনিও নিজের খুব অল্প বছর বয়সেই ও দু’টি মেয়েকে দত্তক নিয়েছিলেন। তারা এখন বিবাহিত এবং মা। সেই সূত্রে রবিনা দিদিমা হয়ে গেছেন।প্রীতি জিন্টা (Preity Zinta) হ্যা। অনেকেই জানেন না, ২০০৯ সালে একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তিনি। সেই শিশুকন্যার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রীতি।

Orphan Child,Adopt,Bollywood Stars,Mithun Chakraborty,Sushmita Sen,Salim Khan

সেলিম খান (Salim Khan) হ্যাঁ ঠিকই পড়েছেন। এই তালিকায় রয়েছেন সালমান খানের বাবা সেলিম খান। এই চিত্রনাট্যকার পিতা তার মেয়েকে চোখে হারান। তবে জানেন কি অর্পিতা সেলিমের নিজের মেয়ে নয় দত্তক নেওয়া। নীলম কোঠারি এবং সমীর সোনি (Neelam Kothari and Sameer Soni) টেলিভিশন এবং সিনেমার জনপ্রিয় মুখ এই দম্পতি নিজেদের বিয়ের পরে এক শিশু কন্যাকে দত্তক নেন। এখন তাকে নিয়েই চুটিয়ে সংসার করছেন তারা।




Leave a Reply

Back to top button