কিস করে আর ছাড়তে চাইছিলেন না! ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ফের বিতর্কে কিসিংস্টার ইমরান হাশমি

মন্টি শীল, কলকাতা : সাধারণত বিনোদন জগৎ তথা বলিউড জুড়ে এই অভিনেতার পরিচিতি একজন রোম্যান্টিক হিরো হিসেবে। সাধারণত অভিনেতার বেশির ভাগ সিনেমাতেই ভীষণ রকম ভাবে রোমান্টিসিজম ধরা পড়েছে। এমনকি তাঁর এই রোম্যান্টিক মেজাজের প্রভাব বিস্তার করেছে তাঁর ব্যক্তিগত জীবনেও। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে, এই রোম্যান্টিক হিরো আর কেউ নন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ( Emraan Hashmi )। বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি ( Emraan Hashmi ) তাঁর কেরিয়ার শুরু করেছেন অদম্য পরিশ্রমের মধ্যে দিয়ে।
যার দরুন বর্তমানে বিনোদন জগতে এক ভিন্ন পরিচয়ে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন অভিনেতা। সাধারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, অভিনেতা ইমরান হাশমি ( Emraan Hashmi ) এর প্রায় প্রতিটি সিনেমাই রোম্যান্টিক। আর এই রোম্যান্টিক সিনেমাতে বলিউডের একাধিক অভিনেত্রীদের সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে অভিনেতা ইমরান হাশমি ( Emraan Hashmi )-কে। কিন্তু একদা এই রোমান্টিসিজম এর দরুন গুরুতর বিপদের সম্মুখীন হতে হয়েছিল বলিউডের এই রোম্যান্টিক হিরো-কে।
ঘটনাটি ঘটেছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আজহার’-এর শ্যুটিংয়ের সময়। সিনেমার এক গানের দৃশ্য চলাকালীন অভিনেতা ইমরান হাশমি ( Emraan Hashmi ) এবং অভিনেত্রী নার্গিস ফাখরি ( Nargis Fakhri ) দুজনেই ঘনিষ্ঠ অবস্থায় এসে পড়েন। শুধু তাই নয় পরিচালকের ক্রমাগত কাট বলার পরেও অভিনেতা ইমরান হাশমি অভিনেত্রী নার্গিস ফাখরি-কে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মত্ত ছিলেন। এমনকি এই কাজে থেমে থাকেনি খোদ অভিনেত্রীও। তবে এই ঘটনা জানার পর কিছুটা লজ্জিত হয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয়, অভিনেতাকে কেন্দ্র করে হাস্য কৌতুকের পরিবেশ তৈরি হয় শ্যুটিংয়ের সেট-এ।
তবে এর এক বিপরীত প্রভাব পড়েছিল অভিনেতার উপর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নার্গিস ফাখরি ( Nargis Fakhri ) দাবি করেছিলেন, সেই দিন শ্যুটিং চলাকালীন অভিনেতা ইমরান হাশমি ( Emraan Hashmi )-কে পরপর পাঁচবার চুম্বন করতে হয়েছিল। এমনকি এই বিশেষ দৃশ্যের জন্য অভিনেত্রী মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন। তবে সেই মুহূর্তের মতো এই বিতর্কিত ঘটনার অবসান ঘটলেও, পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই দৃশ্যের জন্য কটূক্তির সম্মুখীন হতে হয় এই দুই বলি তারকাদের।